এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Breaking News, প্রধানমন্ত্রীর সভার আগেই ছেঁড়া হলো পোস্টার,ব্যানার। কি প্রতিক্রিয়া বিজেপির?

Breaking News, প্রধানমন্ত্রীর সভার আগেই ছেঁড়া হলো পোস্টার,ব্যানার। কি প্রতিক্রিয়া বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – খড়্গপুরের জনসভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে গতকাল সেজে উঠেছে খড়্গপুর। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার, ব্যানার, হোর্ডিয়ে ছেয়ে গেছে শহর। তবে, প্রধানমন্ত্রীর সভার আগেই আজ সকালে সভাস্থলের সামনে বেশ কিছু পোস্টার, ব্যানার ছেড়া অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। যদিও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এবার এ প্রসঙ্গে বিশেষ বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার-ব্যানার, হোর্ডিং ছেঁড়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, তৃণমূল দলটি এখন পোস্টার ছেড়ার দলে পরিণত হয়েছে। পরাজয়ের ভয় থেকে তৃণমূল কি করবে? তা বুঝে উঠতে পারছে না। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ধরনও বদলে গেছে। কি শব্দ প্রয়োগ করছেন তিনি? তাঁর মুখ থেকে এ ধরনের কথা শুনতে অভ্যস্ত নন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জানালেন যে, ভয় দেখানোর, মারামারি করার ক্ষমতা চলে গেছে তৃণমূলের। তাই, কখনো পোস্টার-ব্যানার ছিড়ে দিচ্ছে। যা করে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে তৃণমূল। তবে, এভাবে বিজেপিকে কখনই আটকে রাখা যাবে না, বলে জানলেন তিনি।

প্রসঙ্গত, আজ সকাল ১১ টায় বিএনআর ময়দানে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একাধিক কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রীর সভায় যোগদান করতে চলেছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সভাস্থলে। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে এই খড়্গপুর কেন্দ্রটি কংগ্রেসের অধিকারে ছিল।

তবে, গত ২০১৬ সালে কংগ্রেসকে পরাজিত করে এখানকার বিধায়ক হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তিনি সাংসদ হয়েছিলেন। কিন্তু এরপর উপনির্বাচনে খড়্গপুর কেন্দ্রটি তৃণমূলের দখলে চলে যায়। খড়্গপুরকে আবার নিজের দখলে আনার প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। খড়্গপুরে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ। আজ এখানেই প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর জনসভায় ব্যাপক লোক সমাগমের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায় জানালেন যে, প্রধানমন্ত্রীর এই জনসভায় জমায়েতের লক্ষ্যমাত্রা দেড় লক্ষ রাখা হয়েছে। তবে তাঁদের ধারণা, এর চাইতেও বেশি মানুষ এই সভায় যোগদান করবেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!