এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, পুজোর মুখে আদালতে বড়োসড়ো জয় রাজ্যের, খুশির উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে

Breaking News, পুজোর মুখে আদালতে বড়োসড়ো জয় রাজ্যের, খুশির উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুজোর মুখে আজ আদালতে বড়োসড়ো জয় পেল রাজ্য সরকার। গত বছরের মতো এ বছরও রাজ্যের পুজো উদ্যোক্তা ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই ঘোষণার বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আজ এই মামলার শুনানিতে আদালতের পক্ষ থেকে জানানো হলো যে, পুজোয় অনুদান দিতে পারবে রাজ্য সরকার। কিন্তু এই টাকার কত অংশ? কোন খাতে ক্লাবগুলো খরচ করতে পারবে? তা নিয়ে রাজ্যকে নির্দেশিকা জারি করতে হবে।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নির্দেশিকা জারি করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যে রাজ্য যদি নির্দেশিকা জারি করতে না পারে, তবে গত বছর যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকা অনুযায়ী এই অর্থ ক্লাবগুলো ব্যয় করতে পারবে। তবে, এক্ষেত্রে সমস্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, করোনা মোকাবিলায় কিভাবে টাকা খরচ হবে, রাজ্য তার নির্দেশিকা তৈরি করুক। মাস্ক, স্যানিটাইজার তৈরি করতে, জনসচেতনতা বাড়াতে পুজোর অনুদান থেকে অর্থ খরচ করা যাবে। কিন্তু অনুদানের টাকা কিভাবে খরচ করা হবে? তা জানাতে হবে রাজ্যকে। ২২ সে নভেম্বরের মধ্যে হলফনামা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে রাজ্যকে।

এভাবে পুজোর অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলায় আজ বড় জয় পেল রাজ্য সরকার। আদালতের এই নির্দেশের ফলে ক্লাবগুলির অনুদানের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না বলেই, বিশেষজ্ঞ মহলের দাবি। প্রসঙ্গত এবার রাজ্যের ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য ২০১.৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আজ আদালতে রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন যে, শুধুমাত্র পুজোর আয়োজন নয়, ক্লাবগুলি সারা বছর ধরেই মানুষের পাশে দাঁড়ায়। করোনা হোক, কিংবা ঘূর্ণিঝড় সবসময় মানুষের পাশে থাকে ক্লাবগুলি। এজন্য জনকল্যাণমূলক কাজ যাতে ক্লাবগুলি করতে পারে, সে কারণেই এই সামান্য অনুদান দেয়া হয়েছে। তাঁর এই বক্তব্যের পর এ বিষয়ে আদালতের পক্ষ থেকে দেয়া হয় সবুজ সংকেত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!