এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটের আবহে ফের রক্তক্ষরণ বাম শিবিরে, তৃণমূলে যোগদান হেভিওয়েট বাম নেত্রীর

পুরভোটের আবহে ফের রক্তক্ষরণ বাম শিবিরে, তৃণমূলে যোগদান হেভিওয়েট বাম নেত্রীর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১১ সালে পতন ঘটে পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বাম শাসনের। এরপর থেকেই চলছে দলে ক্রমাগত ভাঙ্গন। সিপিএম ও অন্যান্য বামপন্থী দলগুলিতে চলছে তীব্র ভাঙ্গন। একের পর এক নেতাকর্মী বাম শিবির ছেড়ে যোগদান করছেন মূলত ঘাসফুল শিবিরে বা গেরুয়া শিবিরে। এবার কলকাতায় পুর ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই দল ছাড়লেন সিপিএম নেত্রী বিলকিস বেগম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউনসিলর ছিলেন তিনি।  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপরই তিনি তৃণমূলে যোগদান করলেন। কেন তিনি দল ছাড়লেন? এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দল থেকে তাঁকে প্রার্থী না করার কারণে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি তৃণমূলে যোগদান করলেন।

তাঁর এই পদক্ষেপের ফলে কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডে বাড়তি অক্সিজেন পেলো রাজ্যের শাসক দল তৃণমূল। অন্যদিকে যথেষ্ট ব্যাকফুটে চলে গেল সিপিএম। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রসঙ্গত, দলের ক্রমাগত ভাঙ্গন উদ্বেগ বাড়িয়ে তুলছে বাম শিবিরের। দিনে দিনে যেভাবে দলের সংগঠনে ধস নামছে, তাতে যথেষ্ট উদ্বেগ বাড়ছে দলের শীর্ষ নেতৃত্বের। দলের সংগঠন নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে সংশয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!