এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > Breaking News, পুস্তক প্রেমীদের জন্য সুখবর, অবশেষে অনুষ্ঠিত হতে চলছে কলকাতা বইমেলা

Breaking News, পুস্তক প্রেমীদের জন্য সুখবর, অবশেষে অনুষ্ঠিত হতে চলছে কলকাতা বইমেলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ বাঙ্গালীর বহু চিরাচরিত রীতি ও নীতির উপর লাগাম পরিয়ে রেখেছিল। করোনা সংক্রমনের কারণে গত বছর পুজোর অনুষ্ঠান যেমন সংক্ষিপ্ত করা হয়েছিল, তেমনি নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বড়দিনের অনুষ্ঠানে। চলতি বছরে কল্পতরু অনুষ্ঠানেও লাগাম টানা হয়েছিল। আবার, করোনা সংক্রমনের কারণেই প্রতি বছরের মত এ বছর জানুয়ারি মাসে আয়োজিত হতে পারেনি আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

গত ডিসেম্বর মাসে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, করোনা সংক্রমনের কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হচ্ছে বইমেলা। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠিত হবে বইমেলা। এবার গিল্ডের পক্ষ থেকে জানানো হলো যে, আগামী জুলাই মাসে আয়োজিত হতে চলেছে কলকাতা বইমেলা। বইমেলা বন্ধ থাকার সংবাদ যথেষ্ট আশাহত করেছিল পুস্তক প্রেমীদের। এবার বইমেলা অনুষ্ঠিত হবার সংবাদে যথেষ্ট আনন্দিত শহরবাসী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাধারণত, প্রতিবছর জানুয়ারি মাসের শেষদিকে কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। দুপুরের হালকা শীতে রোদের আমেজ গায়ে লাগিয়ে বইমেলা ঘোরা রাজধানীবাসীর বহুদিনের রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু করোনা সংক্রমনের কারণে এ বছর জানুয়ারি মাসে বইমেলা অনুষ্ঠিত হতে পারেনি। গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সেসময় বইমেলা অনুষ্ঠিত হবে না, অবস্থা স্বাভাবিক হলে বইমেলার আয়োজন করা হবে।

এরপর গতকাল প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে গিল্ডের পক্ষ থেকে জানানো হলো যে, আগামী জুলাই মাসে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার আয়োজন করা হবে। এ বছর আয়োজিত হতে চলেছে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই বইমেলার আয়োজন করা হবে। তবে মেলার দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। গিল্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি হতে চলেছে বাংলাদেশ।

ইতিপূর্বে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি বছরের বইমেলাতে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে। আবার, বইমেলাতে এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মশতবর্ষ পালিত হতে চলেছে, সেই সঙ্গে সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ পালনও এবছর বইমেলায় অন্যতম আকর্ষণ হতে চলেছে। জানুয়ারিতে বইমেলা না হওয়ার কারণে মর্মাহত হয়েছিলেন বহু গ্রন্থ প্রেমী মানুষ, এবার বইমেলা অনুষ্ঠিত হবার খবরে উচ্ছ্বসিত বহু মানুষ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!