এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করে টুইট করলেন রাজ্যপাল

Breaking News, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করে টুইট করলেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই রাজ্যে প্রবলভাবে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭১৩ জন মানুষ। আবার গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৪ জন মানুষের। রাজ্যের এই করোনা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যবাসীকে করোনা বিষয়ে সচেতন করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? রাজ্যের মুখ্য সচিবের কাছে তার জবাব পেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের ক্রমবর্ধমান করোনা সংক্রমণকে ঘিরে উদ্বেগ প্রকাশ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল জানালেন, রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সকলকে প্রস্তুত থাকতে হবে। রাজ্যবাসীকে সচেতন করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? রাজ্যের মুখ্য সচিবের কাছে তার জবাব পাওয়ার অপেক্ষা করছেন রাজ্যপাল। আবার, রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছেও আবেদন জানিয়েছেন রাজ্যপাল।

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যের পদস্থ কর্তাদের কাছে রাজ্যপাল নির্দেশ দিয়েছেন যে, করোনা মোকাবিলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তা দ্রুত তাঁকে জানাতে। এছাড়াও রাজ্যের মুখ্য সচিবকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতালের সিইওদের সঙ্গে রাজ্যপালের উপস্থিতিতে ভার্চুয়াল সাক্ষাৎ করাবার নির্দেশও দিয়েছেন রাজ্যপাল। এছাড়া, করোনা বিষয়ে রাজ্য সরকারের সদ্য জারি করা গাইডলাইন, সঠিকভাবে যাতে পালন করা হয়, তা সুনিশ্চিত করার বার্তাও দিয়েছেন রাজ্যপাল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!