Breaking News, রেশন কার্ড নিয়ে এবার নয়া নির্দেশিকা জারি নবান্নের বিশেষ খবর রাজ্য November 14, 2021 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ই রেশন কার্ড নিয়ে বেশকিছু নতুন নির্দেশ জারি করেছে নবান্ন। নবান্নর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ই রেশন কার্ড এর বৈধতা দেয়া হবে ছাপা রেশন কার্ডের মতই। ই রেশন কার্ডের প্রিন্ট আউট বের করে নেওয়া যাবে। এই কার্ড কিভাবে ব্যবহার করতে হবে? সে বিষয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - রাজ্য সরকারের এই নির্দেশিকাতে জানানো হয়েছে যে, ই রেশন কার্ড নিয়ে দোকানে গেলে প্রথমে মেশিনে বায়োমেট্রিক দ্বারা যাচাই করা হবে। এরপর পাওয়া যাবে খাদ্য সামগ্রী। এটির দ্বারা কেরোসিন তেল নিতে গেলে খাদ্য পরিদর্শক অফিসে গিয়ে দোকান ঠিক করে নিতে হবে প্রথমে। তবে, জেনারেল ই রেশন কার্ড থাকলে ভর্তুকিতে খাদ্য সামগ্রী ও কেরোসিন তেল পাওয়া যাবে না। নির্দেশিকায় জানানো হয়েছে, মোবাইলে দেওয়া ওটিপি দিয়ে খাদ্য সামগ্রী নেওয়া যাবে। প্রসঙ্গত, রেশন পরিষেবায় স্বচ্ছতা আনতে ই রেশন কার্ড আনা হয়েছে রাজ্যে। তবে, ই রেশন কার্ড এর ব্যবহার সম্পর্কে অনেকেই ততটা অভ্যস্ত নন। তাই এবার সহজেই যাতে ই রেশন কার্ডের ব্যবহার করা যায়, এ কারণে এই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সাধারণ রেশন কার্ডের মতই বৈধতা থাকবে এই কার্ডের ক্ষেত্রেও। তবে, এতকিছুর পরেও রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ রয়েছে বিরোধীদের। আপনার মতামত জানান -