এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, সংবিধান ভঙ্গের অভিযোগ তুলে মুখ্যসচিবকে জবাবদিহির নির্দেশ রাজ্যপালের

Breaking News, সংবিধান ভঙ্গের অভিযোগ তুলে মুখ্যসচিবকে জবাবদিহির নির্দেশ রাজ্যপালের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – সংবিধান ভঙ্গের অভিযোগ তুলে মুখ্যসচিবকে এবার তীব্র হুঁশিয়ারি দিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। সাতদিনের মধ্যে তাঁকে জবাবদিহি করার নির্দেশ দিলেন রাজ্যপাল। প্রসঙ্গত, গত ৭ ই জানুয়ারি শহীদ দিবস পালন করতে গিয়ে নেতাইয়ে বাধার মুখে পড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয় সর্ম্পকে জানতে রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু উপস্থিত থাকেননি তিনি। এ বিষয় নিয়ে এবার তাকে জবাবদিহি নির্দেশ দিলেন রাজ্যপাল। যার সময় বেঁধে দিলেন তিনি সাতদিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলের চক্ষুশূল হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হওয়ার পরও পরিস্থিতির তেমন কোন বদল ঘটে নি। বারবার কর্মসূচি পালন করতে গিয়ে পড়েছেন তৃণমূলের বিক্ষোভে, কখনো কখনো পুলিশের বিরুদ্ধেও তাঁকে বাধা দেয়ার অভিযোগ তুলেছেন তিনি। নেতাইয়ে শহীদ দিবস পালন করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর রাজ্যপাল এই ঘটনার কারণ জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য সচিবের কাছে। এজন্য তিনি তলব করেছিলেন মুখ্যসচিব রাজ্যের ডিজিকে।

কিন্তু জানা যায়, দুবার বৈঠক ডাকার পরেও, তাঁরা কেউ উপস্থিত হননি। যে ঘটনায় রাজ্যপাল অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। এই ঘটনাকে অসাংবিধানিক বলে রাজ্যপাল অভিযোগ করেছেন। আবার নেতাইয়ে যেতে বাধা পাবার পর রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কেন শুভেন্দু অধিকারীকে সেদিন বাধা দেয়া হয়েছিল? তা জানতে রাজ্যের মুখ্য সচিবের কাছে প্রশ্ন রেখেছেন রাজ্যপাল। সাত দিনের মধ্যে তাকে জবাব দিহি করার নির্দেশ করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!