এখন পড়ছেন
হোম > অন্যান্য > Breaking News, সংকটজনক অবস্থায় লতা মঙ্গেশকর, উদ্বেগে চিকিৎসকেরা, মন খারাপ অনুরাগীদের

Breaking News, সংকটজনক অবস্থায় লতা মঙ্গেশকর, উদ্বেগে চিকিৎসকেরা, মন খারাপ অনুরাগীদের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় এক সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। যে কারণে প্রবল উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা। সুর সম্রাজ্ঞীর সুস্থতা কামনায় অনুরাগীদের তাঁর হয়ে প্রার্থনা করার অনুরোধ করলেন চিকিৎসকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এখনো আইসিইউতে রয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। করোনারা সঙ্গে সঙ্গে তিনি নিউমনিয়াতেও আক্রান্ত। আরো বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হবে। কতদিন রাখা হবে? তা এখনই বলা সম্ভব নয়। নতুন করে স্বাস্থ্যের অবনতি ঘটায় উদ্বেগ বাড়ছে ডাক্তারদের। একদল চিকিৎসক দেখাশোনা করছেন তাঁকে। চিকিৎসকেরা অনুরোধ করেছেন তার জন্য প্রার্থনা করতে। তার সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না।

প্রসঙ্গত, ৯২ বছর বয়স্ক সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর বাড়ি থেকে বাইরে খুব একটা যান না। এরপরেও কি করে তিনি করোনা আক্রান্ত হলেন? সেটাই এখন প্রশ্ন। অনেকেই মনে করছেন, তাঁর বাড়ির কোন ব্যক্তি অথবা বাড়ির পরিচারিকাদের কাছ থেকে তিনি সংক্রামিত হয়ে থাকতে পারেন। তবে চিকিৎসা নিয়ে সন্তুষ্ট তাঁর পরিবারের সদস্যরা। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকেরা অসাধারণ কাজ করছেন, সেরা চিকিৎসকেরা দেখছেন তাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!