এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, সাংসদ পদ ছাড়তেই শুভেন্দুকে নিশানা,একের পর এক বোমা ফাটালেন বাবুল

Breaking News, সাংসদ পদ ছাড়তেই শুভেন্দুকে নিশানা,একের পর এক বোমা ফাটালেন বাবুল


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পূর্ব ঘোষণা মতই আজ সকালে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। আজ সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। আর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক বোমা ফাটালেন বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে চলল তীব্র কটাক্ষ।

সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে নিশানা করে বাবুল সুপ্রিয় জানালেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে, কিন্তু অনেক সময়ই তাঁর নামে বারবার কুকথা বলেছেন শুভেন্দু অধিকারী। তবে রাজনীতির স্বার্থেই এমন ধরনের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এরপরই তিনি নিশানা করলেন শুভেন্দু অধিকারী পিতা শিশির অধিকারীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি জানালেন, শুভেন্দু অধিকারীর উচিত তাঁর বাবাকে বোঝানো। তিনি তো তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু শিশির অধিকারী কবে তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন? প্রশ্ন করেছেন তিনি। এর সঙ্গে সঙ্গেই বাবুল সুপ্রিয় জানালেন যে, যে দলে তার মন উঠে গেছে, সেই দল ছেড়ে দিয়েছেন তিনি। এদিকে আসানসোলের সাংসদ পদ ছেড়ে দিলেন বাবুল সুপ্রিয়। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে, আসানসোল থেকে তাঁকেই আবার প্রার্থী করে করতে পারে তৃণমূল।

কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারনের পর মন্ত্রিসভা থেকে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। এর পর রাজনীতি থেকেই তিনি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও এর মাসখানেকের মধ্যেই দেখা যায় রাজনীতিতে তিনি পুরোপুরিই বহাল আছেন, শুধু তিনি শিবির বদল করেছেন। বিজেপি ছেড়ে যোগদান করেছেন তৃণমূলে। আর বিজেপি ছাড়ার পরেই বারবার পুরনো দলের বিরুদ্ধে বিষোদগার করেছেন তিনি। আজ সাংসদ পদ ছেড়ে দেওয়ার পর একের পর এক অভিযোগ করলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি। তার একাধিক অভিযোগের পর এ বিষয়ে শুভেন্দু অধিকারী কী বক্তব্য রাখেন? সেদিকেই দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!