এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়ে ফের বিস্ফোরক টুইটবার্তা রাজ্যপালের

Breaking News, সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়ে ফের বিস্ফোরক টুইটবার্তা রাজ্যপালের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসার পরিবেশ। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাদের কর্মীদের মারধর, হেনস্থা, বাড়িঘর, দোকানপাট লুটপাট করা হচ্ছে। বহু বিজেপি কর্মী প্রাণ বাঁচাতে ঘরছাড়া। বাড়িতে ফিরতে গেলে তাদের কাছে মোটা অঙ্কের জরিমানা দাবি করা হচ্ছে। তবে বেশ কিছু স্থানে শাসক দলের কর্মীরাও আক্রান্ত হয়েছেন, এমন অভিযোগও উঠেছে।

রাজ্যের ভোট পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি নিয়ে রাজ্যকে বারবার সতর্ক করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন রাজ্যের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজ আবার এক বিস্ফোরক টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করলেন তিনি।

আজ, একটি ভিডিও শেয়ার করে রাজ্যপাল একটি টুইট করেছেন। যে টুইটে তিনি জানিয়েছেন যে, রাজ্যের ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে। পুলিশ কোন কাজ করছে না। যা করা হচ্ছে তার সম্পূর্ণটাই বিরোধীদের শাস্তি দেবার জন্য করা হচ্ছে। রাজ্যপালের এই টুইট রাজ্য সরকারের অস্বস্তি বহুগুনে বাড়িয়ে দিলো বলেই অভিমত ওয়াকিবহাল মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বেও ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার রাজ্যকে সতর্ক করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। নিজের উদ্যোগে ভোট-পরবর্তী হিংসায় উপদ্রুত একাধিক এলাকা পরিদর্শন করেছেন তিনি। কোচবিহার যেমন তিনি পরিদর্শন করেছেন, তেমনি তিনি পরিদর্শন করেছেন নন্দীগ্রাম। নন্দীগ্রামের একাধিক এলাকায় আক্রান্ত মানুষকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, রাজ্যের শান্তি শৃঙ্খলার পরিস্থিতি ফিরিয়ে আনতে।

তবে, রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে যে, রাজ্যে কোনো অশান্তির পরিবেশ নেই, সমস্ত কিছু নিয়ন্ত্রনে রয়েছে। রাজ্যপালকে কটাক্ষ পর্যন্ত করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। ইতিপূর্বে, রাজ্যের একাধিক বিষয় নিয়ে বারবার অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যেমন তিনি অভিযোগ তুলেছেন। তেমনি পুলিশের ভূমিকা নিয়েও বারবার অভিযোগ করেছেন তিনি। রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে রাজ্যপালকে একাধিকবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!