এখন পড়ছেন
হোম > অন্যান্য > Breaking News, শীঘ্রই শুরু হতে চলেছে শিশুদের টিকাকরন, গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রীর

Breaking News, শীঘ্রই শুরু হতে চলেছে শিশুদের টিকাকরন, গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বয়স্ক ও মধ্য বয়স্কদের ভ্যাকসিনেশনের পর এবার শিশুদের ভ্যাক্সিনেশন শুরু হতে চলেছে দেশজুড়ে। আজ এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী তেশরা জানুয়ারি থেকে দেশের শিশুদের টিকা করন শুরু হবে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাক্সিন দেয়া হবে। সেইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে প্রিকশন ডোজ।

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তেসরা জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়স্কদের ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনার যোদ্ধাদের দেয়া হবে প্রিকশন ডোজ। যা ১০ ই জানুয়ারি থেকে চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করে শুরু হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানালেন, দেশের বেশ কয়েকজন ওমিক্রণ আক্রান্ত হয়েছেন। তবে এ নিয়ে অযথা আতঙ্ক না করতে। কিন্তু সতর্ক থাকতে হবে। এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে দেশে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে। সকলকে করোনা বিধি মান্য করতে হবে। করোনা এখনো যায়নি তাই সকলকে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, এবার ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনকে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া শিশুদের ব্যবহারের জন্য বিশেষ ছাড়পত্র দিয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়স্ক শিশুদের জন্য দেয়া হয়েছে আপৎকালীন অনুমোদন। তাই এবার থেকে জরুরি ভিত্তিতে ১২ থেকে ১৮ বছর বয়স্কদের জন্য এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!