এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > Breaking News, শীতলকুচির গুলি কাণ্ডে সিবিআই তদন্তের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

Breaking News, শীতলকুচির গুলি কাণ্ডে সিবিআই তদন্তের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য রাজনীতিকে তোলপাড় করে দিচ্ছে শীতলকুচির গুলি কাণ্ড। শীতলকুচির গুলি কাণ্ড নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিআইডি। সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এ ঘটনার তদন্তর কাজে এগিয়েছে। এই পরিস্থিতিতে আজ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন তিনি।

শীতলকুচির গুলি কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন যে, ৪ জন মানুষের মৃত্যু হয়েছে, অথচ তা নিয়ে দুই রাজনৈতিক দলের তরজা চলছে। তাই সত্যি ঘটনা যাতে সামনে আসে, সে জন্যই সিবিআই তদন্তের দাবি করছেন তিনি। তিনি জানালেন, শীতলকুচি কাণ্ডের তদন্ত করার এক্তিয়ার রাজ্য পুলিশের সিআইডির নেই। যেহেতু শীতলকুচিতে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, তাই এই ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দায়িত্ব দেওয়া প্রয়োজন সিবিআইকে।

প্রসঙ্গত, শীতলকুচি কাণ্ড নিয়ে সিআইডি তদন্ত শুরু করলেও সিআইডির ওপর বিশেষ ভরসা রাখতে পারছেন না কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সিআইডির তদন্তর উপরে ভরসা নেই। সিবিআই তদন্ত করলে সত্যিটা সামনে বেরিয়ে আসবে। অধীর চৌধুরীর হয়ে এই মামলাটি লড়তে চলেছেন আইনজীবী মইদুল ইসলাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংসদ অধীর চৌধুরীর দায়ের করা এই মামলায় জানানো হয়েছে যে, চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন ভোটারের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক। হয় সিবিআই এর তদন্ত করবে, না হলে বিচারপতির নেতৃত্বে তদন্ত করাতে হবে। আবার গুলি কাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিও জানানো হয়েছে।

ইতিপূর্বে শীতলকুচির ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হাইকোর্টের আইনজীবী আমিন উদ্দিন। তিনি প্রশ্ন করেছেন, শীতলকুচিতে কী এমন ঘটনা ঘটেছে, যে গুলি চালাতে হয়েছে? এর তদন্ত তিনি দাবি করেছেন। ঘটনার প্রমাণও দাবি করেছেন তিনি। এর সঙ্গেই শীতলকুচিতে যাদের মৃত্যু হয়েছে, তাদের দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!