এখন পড়ছেন
হোম > অন্যান্য > Breaking news: তৃতীয় টেস্টের আগে প্রথম একাদশ ঘোষণা বিসিসিআই এর। জানুন বিস্তারিত

Breaking news: তৃতীয় টেস্টের আগে প্রথম একাদশ ঘোষণা বিসিসিআই এর। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে কোহলি বিহীন ভারতীয় দল। রাহানের দুর্দান্ত ব্যাটিং এবং তার অধিনায়কত্বের ওপর ভিত্তি করে ভারত সিরিজের সমতা ফিরিয়েছে। এরইমধ্যে দুই দলে বেশ কিছু উল্লেশযোগ্য পরিবর্তন হয়েছে তৃতীয় টেস্টের আগে। উত্তেজনার পারদ চড়ছে তৃতীয় টেস্টের আগে।

সিডনি টেস্টের আগে বায়ো-বাবল এর নিয়ম লঙ্ঘন করায় ভারতের ৫ ক্রিকেটারকে আইসলাসানে পাঠানো হয়। এই ক্রিকেটারদের মধ্যে রয়েছে, রোহিত শর্মা, ঋষাব পন্ত, সুভ্মন গীল্, পৃথ্বী শা এবং নভদীপ সাইনী। ফলে তৃতীয় টেস্টে তাদের খেলা অনিশ্চিত হয়ে যায়। এরপর এই ঘটনাকে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে।

ঘটনাটি ঘটে, ভারতীয় ক্রিকেট দলের মেলবোর্নে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার একটি ভিডিও ফুটেজ টুইটার এ প্রকাশ পাওয়ার পর। ভারতীয় ক্রিকেট দলের এক ভক্তই টুইটার এ তাদের লাঞ্চ করার ভিডিওটি প্রকাশ করেন। ওই ব্যক্তি টুইট করে আরও জানান, তিনি নিজেই রোহিত সহ ৫ জনের লাঞ্চের পয়সা দেন এবং ঋষব পন্ত তাকে আলিঙ্গন করে। এমন ঘটনা প্রকাশ পাওয়ার পরই ক্রিকেট অস্ট্রেলিয়া নড়েচড়ে বসে। পরে অবশ্য ওই ব্যক্তি আবার টুইট করে জানান ঋষব তাকে আলিঙ্গন করেননি এবং ভুল তথ্যের জন্য তিনি ক্ষমা প্রার্থী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটি বি সি সি আই এবং অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড খতিয়ে দেখছে যে, এই ঘটনায় ওই ৫ জন বায়ো বাবলের নিয়ম ভঙ্ঘন করেছে কিনা। আরও জানানো হয়েছে, আপাতত সুরক্ষার খাতিরে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের চিকিৎসকদের পরামর্শে, ৫ জনকেই আইসলেসানে পাঠানো হয়েছে।

কিন্তু আজ বিসিসিআই তৃতীয় টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে। দলে যোগ দিয়েছে রোহিত শর্মা। রোহিত কে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে দলের। এই নিয়ে এই টেস্ট সিরিজে তৃতীয় বারের জন্য সহ অধিনায়ক পরিবর্তন হলো। মায়াঙ্খ আগরওয়াল এর পরিবর্তে দলে যোগ দিয়েছে রোহিত শর্মা। চোটের কারণে দল এবং সিরিজ থেকে ছিটকে গেছে উমেশ যাদব। উমেশ এর জায়গায় দলে যোগ দিয়েছে নভদিপ সাইনি। এই টেস্টেই প্রথম আত্মপ্রকাশ করবে নভদিপ।

একনজরে দেখেনি গোটা ঘোষিত দল:
আজিঙ্ক্যা রাহানে (অধিনায়ক); রোহিত শর্মা (সহ অধিনায়ক); সুভমান গিল; চেতেশ্বর পূজারা; হানুমা বিহারী; ঋষাব পন্ত (কিপার); রবিচন্দ্রন অশ্বিন; জাস্পৃত বুমরগ; মোঃ সিরাজ; নভদীপ সাইনী। রোহিত, পন্ত, গিল দল থেকে বাদ পড়ার যে জল্পনা তৈরি হয়েছিল তা নিতান্তই নিছক।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!