এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, তৃণমূলে যোগদান বিখ্যাত অভিনেতার

Breaking News, তৃণমূলে যোগদান বিখ্যাত অভিনেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ তৃনমূলে যোগদান করলেন অভিনেতা সৌরভ দাস। তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দলে যোগদান করলেন তিনি। দলের পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁর তৃণমূল দলে যোগদান। তৃণমূল কংগ্রেসে যোগদান করে তিনি জানালেন যে, পিতার স্বপ্ন পূরণ ও মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে এলেন তিনি।

তৃণমূল দলে যোগদান করে অভিনেতা সৌরভ দাস জানালেন যে, এমন একজন মানুষের পাশে তিনি বসে আছেন, যাকে দেখে তিনি বড় হয়েছেন। যিনি তাঁর কথা বলছেন, এটাই হলো তার ভালোলাগার জায়গা। অনেকেই ভ্রু কুঁচকাতে পারেন। অনেকে এটা বলতে পারেন যে, এখানে আসার তাঁর সময় সঠিক কিনা? তিনি আশা করছেন তিনি সঠিক সময়ই এখানে এসেছেন। তিনি মনে করেন, মানুষের ভালো হওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর অনুপ্রেরণায়। যে আগুন তাঁর মধ্যে আছে, তা মানুষকে অনুপ্রেরণা যোগায়। তিনি এই পতাকা ধরার যোগ্য হলেন। সেটাই তাঁর কাছে বড় ব্যাপার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায় হলেন তাঁর বহুদিনের ইনস্পিরেশন। তাই তাঁর দলের সৈনিক হিসেবে তৃণমূলে যোগ দিলেন তিনি। তিনি জানালেন যে, তাঁর পিতার স্বপ্ন পূরণের জন্য অভিনয় জগতে এসেছিলেন তিনি। তাঁর পিতা রাজনীতিও করতেন, তাই এটাও তাঁর একটা স্বপ্ন পূরণের অঙ্গ বলেই তিনি মনে করছেন। তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রীর উন্নয়ন তাঁকে আকৃষ্ট করেছে, তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি কিছু বলার জন্য এখানে আসেন নি। তিনি এসেছেন কাজ করার জন্য।

অন্যদিকে আজ অভিনেতা সৌরভ দাস ছাড়াও তৃনমূলে যোগদান করলেন বিজেপি ছেড়ে আসা নিউটন মজুমদার। গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে কালনা থেকে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। তিনি একজন শিক্ষক ও সমাজসেবী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!