এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > BREAKING NEWS – তৃণমূলের সঙ্গে সমস্ত রকম সম্পর্কের ইতি ঘোষণা করলেন হেভিওয়েট এই বিধায়ক

BREAKING NEWS – তৃণমূলের সঙ্গে সমস্ত রকম সম্পর্কের ইতি ঘোষণা করলেন হেভিওয়েট এই বিধায়ক

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। দীর্ঘদিন ধরেই মিহির গোস্বামীর সঙ্গে তৃণমূল শিবিরের দূরত্ব বাড়ছিল আর এবার সরাসরি দলনেত্রীর প্রতি তোপ দেগে সোশ্যাল নেটওয়ার্কিং দুনিয়ায় পোস্ট দিলেন মিহির গোস্বামী। সম্প্রতি বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে দলের বিরুদ্ধে মন্তব্য করছিলেন তিনি। আর এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সোজাসুজি দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। ক্ষোভ প্রকাশের সাথে সাথেই তিনি যে দলের সঙ্গে এবার যোগাযোগ ছিন্ন করতে প্রস্তুত সেকথাও জানান। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন।

কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তৃণমূলের সংগে সংঘাত চলছিল। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, হয়তো তৃণমূল বিধায়ক মনে করেছিলেন, দলের সঙ্গে তাঁর সংঘাত মেটাতে মুখ্য ভূমিকা গ্রহণ করবেন দলনেত্রী। কিন্তু এক্ষেত্রে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি মৌন ছিলেন। আর এবার উপেক্ষা সহ্য করতে না পেরে মিহির গোস্বামী বলেই ফেললেন বর্তমান তৃণমূল দল তাঁর আর নেই। তাই এবার দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত তিনি। প্রসঙ্গত পুজোর আগেই তৃণমূলে একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে একাধিক পরিবর্তন হয় শাসক দলে। অনেকেই নিজের পছন্দমত পদ হারান, আবার অনেকেই পরিবর্তনের হাত ধরে গুরুত্ব হারান।

কিন্তু দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে যেমন সম্মান জানিয়ে রদবদলের গুরুত্ব বুঝে অনেকেই তা মেনে নিয়েছেন, পাশাপাশি আবার দলের অনেকেই তা মানতে পারেননি। আর তাদের মধ্যে অন্যতম হলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। একাধিকবার ফেসবুকে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করে দলের প্রতি অভিযোগ প্রকাশ্যে এনেছেন। এমনকি গত কয়েক মাস যাবত তিনি যে দলনেত্রীর পক্ষ থেকে প্রতিক্রিয়া আশা করেছেন, সে কথাও স্পষ্ট করেন। এমনকি তিনি জানিয়েছেন, যেভাবে নিশ্চুপ থেকে তৃণমূল নেত্রী তাঁকে উপেক্ষা করলেন তাতে তিনি যথেষ্ট অপমানিত বোধ করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখান থেকেই তিনি দাবি করেছেন, তৃণমূল দলের রাশ আর নেত্রীর হাতে নেই। বৃহস্পতিবারের ফেসবুক পোস্টেও তিনি সেকথা বিশদে লিখেছেন এবং তিনি জানিয়েছেন, দলে অতিরিক্ত হয়ে তিনি আর থাকতে চাইছেন না। https://www.facebook.com/mihir.goswami.9699523/posts/120559319866813 যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিজের ইস্তফাপত্র তিনি দলের কাছে পেশ করেছেন কিনা তা অবশ্য জানা যায়নি।

অন্যদিকে মিহির গোস্বামীর সঙ্গে তৃণমূল শিবিরের সঙ্গে সম্পর্কের ইতি ঘোষণার সাথে সাথেই অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি নানান হিসেব-নিকেশ শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশ বিশেষজ্ঞরা মনে করছেন, একুশে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের দলের কর্মী তথা বিধায়ক মিহির গোস্বামী যেভাবে দল ছাড়লেন তাতে আগামী দিনে তৃণমূলে বিপর্যয় নেমে আসতে পারে। অন্যদিকে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মিহির গোস্বামীর প্রতি যে অবহেলা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, তা মোটেই ঠিক নয়।

সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে মিহির গোস্বামীকে ঘিরে তীব্র অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। পুজোর পরেই তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গেও দেখা করেন। আর সেখান থেকেই জল্পনা শুরু হয়েছে তবে কি এবার মিহির গোস্বামী দল পাল্টাতে চলেছেন? আর সে ক্ষেত্রে তৃণমূল বিধায়কের দল ছাড়ার সিধান্তসংক্রান্ত ফেসবুক পোস্ট রাজনৈতিক জল্পনায় অন্য মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!