এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Breaking News, ভ্যাকসিনের অভাবে থমকে গেল ১৮ বছর বয়স্কদের টিকাকরণ কর্মসূচি

Breaking News, ভ্যাকসিনের অভাবে থমকে গেল ১৮ বছর বয়স্কদের টিকাকরণ কর্মসূচি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ থেকে দেশজুড়ে ১৮ বছর বা তার উর্ধের ব্যক্তিদের করোনা ভ্যাকসিন দেয়ার কর্মসূচি চালু হল। কিন্তু উপযুক্ত ভ্যাকসিনের অভাবে বেশকিছু রাজ্যে ১৮ বছর বয়স্কদের ভ্যাক্সিনেশন থমকে গেল। যার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ। জানা যাচ্ছে রাজ্যে প্রয়োজনীয় ভ্যাকসিনের ব্যাপক অভাব রয়েছে। ১৮ বছর বয়স্কদের দূরস্থ, ৪৫ বয়স্কদের দ্বিতীয় ডোজ দিতে গেলে যে ভ্যাকসিন প্রয়োজন, তাও রাজ্যের কাছে নেই।

এই পরিস্থিতিতে ১৮ বছর বয়স্কদের ভ্যাক্সিনেশন কর্মসূচি আজ থেকে শুরু করা সম্ভব হলো না। কবে তাদের ভ্যাকসিন দেওয়া হবে? তাও স্পষ্ট ভাবে জানানো হয়নি। বরং জানানো হল, ভ্যাকসিন এলে আগে ৪৫ বছর বয়স্কদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আজ সরকারি, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৈঠক চলছিল। যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আপাতত ১৮ বছর বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার পরিবর্তে ৪৫ বছর বয়স্কদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেবার ব্যাপারে জোর দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত কতজনকে দ্বিতীয় ডোজ দেওয়া বাকি আছে? তার তালিকা রাজ্যের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী সোমবারের মধ্যে। আবার টিকা নির্মাণকারী সংস্থার কাছে ২ কোটি ডোজ ভ্যাকসিন রাজ্য চেয়ে পাঠিয়েছে। আগামী তিন মাসের মধ্যে যতজনকে ভ্যাকসিন দেওয়া হবে, সেই হিসেবে সংস্থা থেকে টিকা পাঠানো হবে রাজ্যকে।

এরমধ্যেই ১০ লক্ষ কোভিশিল্ড রাজ্যে আসার কথা রয়েছে। তবে এই ভ্যাকসিন কবে আসবে? তা এখনো জানা যায়নি। টিকা এলে ৪৫ বছর বয়স্কদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। অন্যদিকে ভ্যাকসিনের অভাব থাকার কারণে শুধু পশ্চিমবঙ্গই নয়, কেরালা, পাঞ্জাব, গুজরাট, উত্তরাখন্ড, অন্ধপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রের মতো বেশ কিছু রাজ্যে ১৮ বছর বয়স্কদের ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!