এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে ফের বড়সড় ধাক্কা রাজ্যের

Breaking News, ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে ফের বড়সড় ধাক্কা রাজ্যের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট-পরবর্তী হিংসার মামলায় এবার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলো রাজ্য। সম্প্রতি ভোট-পরবর্তী হিংসার তদন্তের দায়িত্ব সিবিআই ও সিটকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। খুন ও ধর্ষণের মতো গুরুতর বিষয় গুলির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিবিআইকে। অন্যদিকে বাড়িঘর ভাঙচুর, মারধর করা, ঘরছাড়া করে দেবার মত বিষয়গুলির তদন্ত করছে সিট। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সিবিআই যে তদন্ত করছে, তার মধ্যে নিরপেক্ষতার ভরসা কোথায়? সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে।

আজ এই মামলার শুনানি চলে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে রাজ্যের এই আর্জি। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সরণ ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে এই মামলার শুনানি চলে। রাজ্যের পক্ষ থেকে সিবিআই তদন্তের উপরে স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছিল। আদালত তা খারিজ করে দিয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্ত যেমন চলছে, তা এখনো তেমনি চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোট-পরবর্তী হিংসার মামলায় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এই মামলায় রাজ্যের পক্ষ থেকে সওয়াল করেছিলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। সুপ্রিম কোর্ট আজ এই মামলার শুনানিতে রাজ্য সরকার, হাইকোর্ট, মামলাকারী ও নির্বাচন কমিশনকে হলফনামা জমা করার নির্দেশ দিয়েছে।

এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী সোমবার। আর রাজ্য সরকারের আর্জি মেনে নেয়নি সুপ্রিমকোর্ট। সিবিআইকে এই তদন্ত চালিয়ে যাবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তীকালীন কোন স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্টে। অর্থ্যাৎ, আজ সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!