এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড় খবর! আলকায়দা জঙ্গিদের ‘হিটলিস্টে’ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! তীব্র চাঞ্চল্য রাজ্যজুড়ে

বড় খবর! আলকায়দা জঙ্গিদের ‘হিটলিস্টে’ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! তীব্র চাঞ্চল্য রাজ্যজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে মুর্শিদাবাদ থেকে ছয়জন আল-কায়েদা জঙ্গী’ ও কেরালা থেকে তিনজন আল-কায়েদা জঙ্গী’ কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সম্প্রতি এনআইএর তদন্তে একটি বিশেষ চাঞ্চল্যকর খবর উঠে এসেছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ থেকে ধৃত এই জঙ্গিরা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে আক্রমণের পরিকল্পনা নিয়েছিল। পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে একযোগে হামলার পরিকল্পনা ছিল তাদের। দিল্লির একটি রেল স্টেশনে জঙ্গিরা হামলার পরিকল্পনা নিয়েছিল। অন্যদিকে পশ্চিমবঙ্গে সন্ত্রাস সৃষ্টি করতে জঙ্গিরা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর উপরে হামলার পরিকল্পনা নিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত ২০১৯ সালের লোকসভা ভোটের পর কেন্দ্রীয় গোয়েন্দারা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি রিপোর্ট দিয়েছিলেন। যে রিপোর্টে জানানো হয়েছিল যে, দিলীপ ঘোষের উপর জঙ্গী হামলার আশঙ্কা আছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী বাড়ি পরিবর্তন করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

পূর্বে তিনি ওয়াই প্লাস নিরাপত্তা লাভ করতেন, সম্প্রতি তিনি পাচ্ছেন জেড ক্যাটেগরির নিরাপত্তা। সম্পত্তি তাঁর নিরাপত্বায় নিযুক্ত সিআইএসএফ ও রাজ্য পুলিশ। এবার তাঁর নিরাপত্তা বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা আছে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন যে, এক বছর আগেও তাঁকে এ বিষয়ে সাবধান করা হয়েছিল। তিনি আশা করছেন তদন্তকারী সংস্থা এই বিষয়টি নিয়ে উপযুক্ত তদন্ত করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!