এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Breking News, টিটাগড়ের বিজেপি নেতার হত্যার চার্জশিট আজ পেশ করতে চলেছে সিআইডি

Breking News, টিটাগড়ের বিজেপি নেতার হত্যার চার্জশিট আজ পেশ করতে চলেছে সিআইডি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৪ ঠা অক্টোবর রাতে আততায়ীর গুলিতে ক্ষতবিক্ষত হয়েছিল বিজেপি নেতা মণীশ শুক্লার দেহ। সেদিন রাত আটটার সময় টিটাগড়ে বিটি রোডের ধারে বিজেপির পার্টি অফিসের সামনে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এক ডজনেরও বেশি গুলিতে ক্ষতবিক্ষত হয়ে যায় তাঁর দেহ। ১৪ টি বুলেট পাওয়া গিয়েছিল তাঁর দেহে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়ে লুটিয়ে পড়ে ছিলেন তিনি। এরপর তাঁর খুনের ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। আজ বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় আদালতে চার্জশিট পেশ করবে সিআইডি।

বিজেপি সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ যুবনেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় ১০ জন অভিযুক্তের নাম চার্জশিটে থাকতে পারে বলে, সূত্রে জানা যাচ্ছে। এই দশজন সন্দেহভাজনের মধ্যে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ খুররম ও শেখ গুলাবকে। পরে সুবোধ যাদব নামে জনৈক সন্দেহভাজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়। এই সুবোধ যাদবের সঙ্গে এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ যোগাযোগ আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরে এই ঘটনায় সন্দেহভাজন অমর যাদব , সুজিত কুমার রাই, রোশন কুমার যাদবকে কে অন্য রাজ্য থেকে গোয়েন্দারা গ্রেপ্তার করে। কিছুদিন আগে এই ঘটনায় অভিযুক্ত নাসির আলী মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ আদালতে সিআইডির পেশ করা এই চার্জশিটে ১০ জন অভিযুক্তের নাম থাকতে পারে বলে জানা যাচ্ছে। তবে, প্রশ্ন উঠেছে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের খুনের ঘটনায় তৃণমূলের যে ১০ জন নেতাকে তলব ও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। তাদের নাম কি সরাসরি চার্জশিটে থাকবে? নাকি চার্জশিটে সন্দেহভাজনের তালিকায় থাকবে তাদের নাম?

বিজেপির পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন হয়েছেন বিজেপি নেতা মনীশ শুক্লা । কিন্তু এ বিষয়ে সিআইডির তদন্তে দেখা গেছে, মহাম্মদ খুররম, গুলাব শেখ এরা পুরনো শত্রুতার কারণে খুন করেছিল বিজেপি নেতা মনীশ শুক্লাকে। বিজেপির এই যুব নেতার খুনের ঘটনায় সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এই ঘটনায় বিজেপি সিবিআই তদন্তের দাবি করেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!