এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্রিগেডে বিজেপির মঞ্চে এবার কোন কোন তারকার দেখা মিলবে? ইঙ্গিত বিজেপি মুখপাত্রের

ব্রিগেডে বিজেপির মঞ্চে এবার কোন কোন তারকার দেখা মিলবে? ইঙ্গিত বিজেপি মুখপাত্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য দখলের লড়াইতে মেতে উঠেছে বাংলার রাজনৈতিক দলগুলি। প্রবল প্রতিপক্ষ হিসেবে লড়াই চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলার মাটিতে নিজেদের দখল নিশ্চিত করতে একাধারে যেমন তৃণমূল প্রচার চালাচ্ছে, ঠিক সেভাবেই গেরুয়া শিবিরের পক্ষ থেকেও রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রচার। আর এই প্রচারে পর্বে গতি বাড়াতে রাজ্যে আবারও পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় বিজেপি নেতা নরেন্দ্র মোদি। আগামী 7 ই মার্চ ব্রিগেডে সভা হতে চলেছে বিজেপির। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিগেডের মঞ্চে আর কারা থাকবেন তা নিয়ে ইঙ্গিত দিয়েছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

জানা গিয়েছে, বিজেপির মঞ্চে চমক হিসেবে এবার থাকতে চলেছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সুপারস্টার মিঠুন চক্রবর্তী এবং টলিউড সম্রাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। বিগত বেশ কিছুদিন ধরেই সৌরভ গাঙ্গুলীর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে রাজনৈতিক মহলে। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর আচমকা সাক্ষাৎ এই জল্পনাকে আরো উস্কে দিয়েছিল। সেই সময় যদিও যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে জানিয়েছিলেন, শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হয়েছে তাঁর এবং রাজ্যপালের। ঠিক এরপরেই সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন সৌরভের চিকিৎসার খোঁজ নিতে দেখা যায়, ঠিক সেরকমই উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দফায় দফায় খোঁজ নেয় প্রাক্তন ভারত অধিনায়কের। খুব স্বাভাবিকভাবেই তারপর থেকেই সৌরভ গাঙ্গুলীর বিজেপি শিবিরে  যোগদানের জল্পনা চলছিলোই। সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি সিনেমা জগতের দুই তারকা মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ব্রিগেডে বিজেপির মঞ্চে হাজির হতে পারেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভোটের মুখে এই সাক্ষাৎ যথারীতি রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে।

অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে শুরু হয় রাজ্য রাজনীতি ব্যাপক আলোচনা। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর মঞ্চে যদি এই তিন তারকা একসাথে উপস্থিত হন, তাহলে খুব স্বাভাবিকভাবে বাংলার সাংস্কৃতিক জগতে আধিপত্য বিস্তারের দিক থেকে গেরুয়া শিবির যে অনেকটাই এগিয়ে যাবে সে কথা নিশ্চিত রূপে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এবার দেখার, ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকার পর এই তিন তারকা’র রাজনৈতিক চিন্তাভাবনা নতুন কোন দিকে মোড় নেয় কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!