এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্রিগেডের বিজেপি বিদায়ের সুর এবার উত্তরবঙ্গেও ছড়িয়ে দিয়ে দিল্লি দখলে নিজের আত্মবিশ্বাস দেখালেন তৃণমূল নেত্রী

ব্রিগেডের বিজেপি বিদায়ের সুর এবার উত্তরবঙ্গেও ছড়িয়ে দিয়ে দিল্লি দখলে নিজের আত্মবিশ্বাস দেখালেন তৃণমূল নেত্রী


2019 র লোকসভা নির্বাচনের আগে তার যে একমাত্র লক্ষ্য কেন্দ্র থেকে বিজেপিকে সরানো- তা সম্প্রতি ব্রিগেডের মঞ্চ থেকেই পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সমর্থন দিয়েছিলেন সেই ব্রিগেডের মঞ্চে উপস্থিত দেশের সিংহভাগ বিজেপি বিরোধী দলের নেতারা। এবারে উত্তরবঙ্গের উৎসবের মঞ্চ থেকেও সেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রবল তোপ দাগলেন বাংলার প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, সোমবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেইখানেই বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারকে কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। বক্তব্যের শুরুতেই এই উত্তরবঙ্গ উৎসবে হাজির হওয়ার জন্য বিমানের দেরির প্রসঙ্গটি তুলে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন তিনি।

জানা যায়, কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর উড়ান ধরার সময় বেলা 11 টা 55 নাগাদ হলেও হঠাৎই সংশ্লিষ্ট বিমান সংস্থা যাত্রীদের এসএমএস করে জানায় যে, এই উড়ান ছাড়তে বিলম্ব হবে। আর এরপরই তিনটে চল্লিশে সেই উড়ান ছাড়ে। আর যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “আমি যখনই যাই তখনই কেন এমন হয় বুঝি না! আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটার আগেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম।” অন্যদিকে এদিনের মঞ্চ থেকে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরি হলেও কেন্দ্রের জন্য যে সেখানে কাজ শুরু করা যাচ্ছে না সেই প্রসঙ্গ তুলেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের সব কাজ শেষ হয়ে গেছে। কিন্তু এখনও সেটা চালু করছে না কেন্দ্র। ওরা কাজ করে না, শুধুই দলবাজি করে।”

এদিকে দার্জিলিংকে অশান্ত করা প্রসঙ্গে বিরোধীদের ষড়যন্ত্রের কথা তুলে ধরেও এদিন সেই রাজ্যের সমস্ত বিরোধীদলকে একযোগে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাম আমলে করে যাওয়া দেনা মেটানোর জন্য দিল্লির কাছে আর যে বাংলা হাত পাতবে না এদিন সেই ব্যাপারেও দৃঢ়প্রত্যয়ী ও আত্মবিশ্বাসের সুর শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।

অন্যদিকে সম্প্রতি 2014 সালের লোকসভা নির্বাচনে ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে যেভাবে বিরোধী দলের নেতা-নেত্রীরা সম্প্রতি তৃণমূলের কলকাতার ব্রিগেড সমাবেশে প্রশ্ন তুলেছে এদিন সেই বিতর্কও কিছুটা উস্কে দিয়ে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “এই ইস্যুটি জাতীয় নির্বাচন কমিশনের কাছে তোলা হবে। প্রতিটি ভোটই মূল্যবান। সম্মিলিতভাবে গণতন্ত্র রক্ষার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই।”

আর সব শেষে 2019 এ নতুন ভোর এবং নতুন খুশির বার্তা আসবে বলে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে অভিনব বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর মুখ্যমন্ত্রীর এই বার্তা আসন্ন লোকসভা নির্বাচনের আগে যে রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিকই বহন করছে সেই ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!