এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বৃষ্টি থামলেও জলযন্ত্রনা এখনই সাধারণ মানুষের – জানুন বিস্তারিত

বৃষ্টি থামলেও জলযন্ত্রনা এখনই সাধারণ মানুষের – জানুন বিস্তারিত

দীর্ঘদিন গরমে চরম ভোগান্তির পরে স্বস্তির বৃষ্টি পেয়েছিল দক্ষিণবঙ্গ। কিন্তু অতি বৃষ্টি হওয়াতে শহরের অধিকাংশ পৌরসভাগুলোর অবস্থা শোচনীয়। কারণ বৃষ্টির জল জমা হয়ে কোথাও এক হাঁটু কোমর কোথাও বা তারও বেশি আকার ধারণ করেছে। ব্যতিক্রম নয় রাজপুর- সোনারপুর, বজবজ, বারুইপুর, মহেশতলা বিভিন্ন পৌরসভার বিস্তীর্ণ এলাকা। যার কারণে জল বন্দি হয়ে রয়েছে হাজার হাজার মানুষ।

উল্লেখ্য, রবিবার বৃষ্টি থেমে যাওয়ার পরেও জমা জল কমেনি। তার উপরে জমা জলের উপরে বিদ্যুতের তার পড়ে বিপর্যয় ঘটেছে বারবার। স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় রাজপুর-সোনারপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে সোনাগাঁ এলাকায় বিদ্যুৎ বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যায় 71 বছর বয়সী বংশীবদন সাহা নামে জনৈক ব্যক্তি।

যাকে বাঁচাতে তার স্ত্রী ছুটে আসায় তিনি তড়িৎ পিষ্ট হন। যার কারনে এলাকার মানুষদের মনে সব সময় বিপত্তির আশঙ্কা বাসা বেধেছে। এলাকা মারফত জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই দম্পতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে। ট্রান্সফরমারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে স্থানীয় সুভাষগ্রাম ব্লক হাসপাতলে তাদেরকে নিয়ে গেলে ছায়া সাহাকে বাঁচাতে পারলেও বংশী বদন সাহাকে বাঁচানো যায়নি। চিকিৎসকের তরফে তাকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার এরকমই আর এক ঘটনা ঘটেছিল সোনারপুর এলাকায়। জমা জলে পড়ে ছিল বিদ্যুতের তার। সেই তারে পা পড়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান মাত্র 26 বছর বয়সী পিন্টু নস্কর নামে এক যুবক। এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টিতে চতুর্দিক জলে ভেসে গেছে। এলাকার নিকাশি ব্যবস্থার হাল-হকিকত তথৈবচ। বুঝে গিয়েছে অধিকাংশ নর্দমা। যার জন্য ভোগান্তির শেষ নেই মানুষের।

অভিযোগ, যাতায়াতের রাস্তায় জল জমা হয়ে যাওয়ায় অসৎ উপায়ে লাভ করার চেষ্টা করছে অটো, টোটো এবং রিকশাচালকেরা। অন্যান্য দিনের তুলনায় অন্তত তিন-চার গুণ দাম হাঁকছেন তারা। সোনারপুর মোড় থেকে কামালগাছি যাওয়ার রাস্তায় রোববার দিন বৃষ্টি থেমে যাওয়ার পরও দেখা গেছে, ডুবে আছে সোনারপুরের বোসপুকুর কলোনি, রাজপুর- সোনারপুর পৌরসভা মিশন পল্লী, শিমুলতলা রাধাগোবিন্দ পল্লী, পুজালী পৌরসভার অধিকাংশ ওয়ার্ড এখন জলের তলায়। যে কারণে চরম পরিমাণে দুর্দশাগ্রস্ত হয়েছে এলাকার সাধারণ মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজপুর-সোনারপুর পৌরসভার চেয়ারম্যান কান্তি দাস বলেন, “পুরকর্মীরা টানা নজরদারি চালাচ্ছে। অ্যাকাউন্ট চালিয়ে জল নামানোর ব্যবস্থা করা হয়েছে। মূলত খালের নাব্যতা কমে যাওয়া, জল বের হতে না পারা ইত্যাদি সমস্যার কারণে এই অবস্থা। তবে সমস্যার সমাধানে 24 ঘন্টা খোলা থাকছে পৌরসভার অফিস। কিন্তু নিকাশি ব্যবস্থা উন্নততর না হওয়ার জন্য সাধারণ মানুষ যে পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে, তা বলার কথা নয়।”

তবে শুধুমাত্র রাস্তাঘাটে নয়, বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ইত্যাদিতেও জল জমার কারণে পঠন-পাঠন থেকে বিচ্ছিন্ন হয়েছে। বৃষ্টির দিন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার প্রায় ছিল না বললেই চলে। অধিকাংশ স্কুলেই প্রার্থনা সঙ্গীতের পরে ছুটি দিয়ে দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার নেতাজী সুভাষ বসু রোড লাগোয়া প্রাথমিক বিদ্যালয় ঢুকে গিয়েছে জল।

সেখানকার প্রধান শিক্ষক দেবাশীষ নাথ বলেন, “সোমবার স্কুলে পরীক্ষা। কিন্তু যেভাবে জল জমা হয়ে রয়েছে, তাতে বোধ হয় পরীক্ষা নেওয়া যাবে না।” সবকিছু মিলিয়ে দুই দিনের বৃষ্টিতে কলকাতা শহরতলিগুলো যে জলাশয়ের আকার গ্রহণ করেছে, তাতে যদি টানা তিন চারদিন বৃষ্টিপাত হয়, তাহলে কল্লোলিনী তিলোত্তমা পার্শ্ববর্তী শহরতলির যে কি দশা হবে, তা মা গঙ্গাই জানে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!