এখন পড়ছেন
হোম > রাজ্য > নিজেদের ব্রিটিশ ভারতের নীলচাষি মনে করে মুখ্যমন্ত্রীর কাছে বাঁচার করুন আর্তি কেবল অপারেটরদের

নিজেদের ব্রিটিশ ভারতের নীলচাষি মনে করে মুখ্যমন্ত্রীর কাছে বাঁচার করুন আর্তি কেবল অপারেটরদের


মঙ্গলবার কলকাতার রানী রাসমনি রোডে সারা বাংলার কেবল অপারেটরা সম্মিলিত ভাবে একটি জনসভার আয়োজন করলেন। এই সভায় রাজ্যের নানা প্রান্তের কেবল অপারেটরগন প্রকাশ্য রাজপথে তাদের দাবি দাবা নিয়ে সরব হলেন। তাঁদের মতে তাঁরা নিয়মিত ভাবেই বঞ্চনার শিকার। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের নানা প্রান্ত থেকে আগত প্রায় কয়েক হাজার কেবল অপারেটর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

 আওবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করেও নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে মহানগরীর রাজপথে নামতে একপ্রকার বদ্ধপরিকর ছিলেন হাজার হাজার বঞ্চিত কেবল অপারেটর। এদিনের সভাতে নীল চাষীদের সাথে নিজেদের অবস্থার তুলনা করে কেবল অপারেটররা জানালেন তাঁদের অবস্থাও ঠিক একই রকম। নীলকর সাহেবেরা যেমন চাষীদের দাদন দিয়ে নীল চাষ করতে বাধ্য করতো ঠিক একই ভাবে এম এস ও গুলি তাদের উপর অত্যাচার করছে। এই সভা থেকে তাঁদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আর্জি তিনি যেন এই বিষয়ে অবিলম্বে কোনো সিদ্ধান্ত নেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!