এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়বাজারের কাছে মিললো বাম আমলের তৈরী জলাধার

বড়বাজারের কাছে মিললো বাম আমলের তৈরী জলাধার


আগুন নেভানোর উপায় ছিল কিন্তু সেই সম্পর্কে অজ্ঞাত ছিল দমকল থেকে বর্তমান পুর আধিকারিকরা। মঙ্গলবার সকালে বড়বাজার এলাকায় খুঁজে পাওয়া যায় পৌরসভার তৈরি বিশাল ভূগর্ভস্থ জলাধার। কিন্তু সেই জলাধার সম্পর্কিত তথ্য় ছিল না কারোর কাছে| ফলে উপায় থাকলেও পুরসভার এই পরিকাঠামো কাজে এলো বাগরি মার্কেটের আগুন নেভাতে| ফলে তিন দিন ধরে আগুন জ্বলছে ঘিঞ্জি বড়বাজারে|

মঙ্গলবার সকালে বাগরি মার্কেটের পিছনে আর্মেনিয়ান স্ট্রিটে জলাধারটির খোঁজ মিলেছে| সেটি বড়বাজারে অগ্নিনির্বাপনের ব্যবস্থা জন্যই ১৯৮৫ সালে তৈরী করা হয়| এই বিশাল ভূগর্ভস্থ জলাধারে রয়েছে গঙ্গার জল ভরার ব্যবস্থাও। কিন্তু ম্যানহোল দিয়ে ঢাকা জলাধারটিকে আপাত দৃষ্টিতে তা চেনার উপায় নেই কারোর| রক্ষণাবেক্ষণের অভাবে সেই জলাধারেরও অবস্থা ভগ্নপ্রায়|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কলকাতা পুরসভা থেকে যখন এই জলাধার তৈরী করা তখন মেয়র ছিলেন কমল বসু। বড়বাজার এলাকার অধিকাংশ বাড়িই বহু পুরনো। ফলে ভিত দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কায় বাড়ির নিচে জলাধার না করে রাস্তার নিচে জলাধার করার সিদ্ধান্ত নেয় পুরসভা| স্থানীয় সুত্রে জানা গিয়েছে কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের এই জলাধারটির মত একাধিক জলাধার রয়েছে ওই এলাকায়| কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে তাদের ভগ্নপ্রায় দশা|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!