এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বৃক্ষচারা রোপণ প্রকল্পেও লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে

বৃক্ষচারা রোপণ প্রকল্পেও লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এখন অস্বস্তিতে ফেলছে তৃনমূলকে। এতদিন ভয়াবহ দুর্যোগের সাহায্য নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। যার জেরে অস্বস্তি ঢাকতে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু এবার চারা রোপণ প্রকল্পেও লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের বিরুদ্ধে।

সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের কাকিহার সংসদের তৃণমূল নেতাদের এই দুর্নীতি এখন ব্যাপক অস্বস্তিতে ফেলেছে শাসকদলকে। কিন্তু কেন গাছের চারা নিয়েও এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লেন তৃণমূল নেতারা? প্রসঙ্গত উল্লেখ্য, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে এম্প্লয়মেন্ট গ্যারান্টি চারাগাছ ওই এলাকায় রোপন করা হয়।

যার জন্য সেখানকার 9 জন কৃষককে চিহ্নিত করা হয়। যাদের এককালীন টাকা দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু কৃষকরা নয় মাস আগে চারা রোপণ করলেও এখনও পর্যন্ত তারা কোনরূপ আর্থিক সাহায্য পাননি। যার ফলে সেই সমস্ত কৃষকরা এখন পঞ্চায়েতের প্রধান এবং সদস্যদের বিরুদ্ধে সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলতে শুরু করেছেন। আর এই গোটা ঘটনাতেই ব্যাপক অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে আশরাফুল আলম নামে এক উপভোক্তা বলেন, “এই প্রকল্পে 2 লক্ষ 71 হাজার 602 টাকা প্রতিটি উপভোক্তার অ্যাকাউন্টে দেয়ার কথা। মাধবকাটি চারা গাছ রোপন করার জন্য জেলাশাসক সহ অন্যান্য সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিরা দেখে গিয়েছিলেন। তারা আমাদের এলাকার 9 জন উপভোক্তাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করেন। চারা গাছ রোপণের পাশাপাশি আমাদের জমিতে বোর্ড লাগানো হয়েছে। কিন্তু তারপরও আমাদের অ্যাকাউন্টে একটি টাকাও ঢোকেনি। খোঁজ নিয়ে জানতে পেরেছি প্রধান গুলজার আলম এবং গ্রাম পঞ্চায়েত সদস্য লুৎফর রহমান আমাদের টাকা নিজেদের কাছের লোকদের অ্যাকাউন্টে দিয়েছে। সেই টাকা তুলে নিজের আত্মসাৎ করছে। আমরা বিডিও থেকে শুরু করে মহকুমা শাসক এবং জেলাশাসককে লিখিত অভিযোগ দায়ের করেছি। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এই ব্যাপারে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্যরা কেউ মুখ খুলতে চাননি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যেদিকেই এগিয়ে যাক না কেন, এর ফলে তৃণমূল আগামী দিনে ব্যাপক চাপে পড়বে। যেভাবে এই প্রকল্পে বৃক্ষ রোপন নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করল, তাতে শাসক শিবির আগামী দিনে বেকায়দায় পড়বে বলে আশঙ্কা করছেন একাংশ। পাশাপাশি উপভোক্তাদের অভিযোগের ভিত্তিতে যদি সঠিক তদন্ত না হয়, তাহলে বিরোধীরা ময়দানে নেমে শাসকদলের চাপ আরও বাড়িয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!