এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সামনেই বড়সড় ভাঙনের আশঙ্কা! সমাধান খুঁজতে প্রভাবশালীদের নিয়ে বৈঠকে খোদ শুভেন্দু অধিকারী

সামনেই বড়সড় ভাঙনের আশঙ্কা! সমাধান খুঁজতে প্রভাবশালীদের নিয়ে বৈঠকে খোদ শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ দুর্যোগের পর এবার সামনেই বর্ষা আসছে। ভাঙ্গন প্রভাবিত এলাকাগুলো এখন তীব্র আশঙ্কায় প্রহর গুনছে। ভাঙ্গনকে আটকাতে তৎপর প্রশাসন। তাই এমতাবস্থায় এবার বর্ষার আগে পরিস্থিতি পর্যালোচনা করতে ভিডিও কনফারেন্স করতে চলেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সোমবার দুপুর সাড়ে 12 টায় রাজ্যের পাচ জেলার প্রতিনিধিদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স বৈঠক করেন রাজ্যের পরিবহন মন্ত্রী।মূলত কিভাবে বন্যা পরিস্থিতি সামাল দেওয়া হবে, তা নিয়েই এই আলোচনা হবে বলে খবর।

এদিনের বৈঠকে নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার জেলার সভাধিপতি এবং জেলাশাসককরা উপস্থিত থাকবেন। একাংশের ধারণা, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার নদী ভাঙনের বিষয় এদিনের বৈঠকে উঠে আসতে পারে। কেননা গতবছর বর্ষার সময় ফারাক্কার অবস্থা সঙ্কটজনক হয়ে উঠেছিল। পরবর্তীতে সেখানে গিয়ে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাসিন্দাদের বক্তব্য, ব্যারেজ কতৃপক্ষ নিয়ম মেনে কাজ করলে এই ভাঙ্গন সহজেই আটকানো যেত। কিন্তু তা না হওয়াতেই তৈরি হয়েছে সমস্যা। তাই ভবিষ্যত যাতে সঙ্কটাপন্ন না হয়, তার জন্যই আগেভাগেই বৈঠক করছেন শুভেন্দু অধিকারী বলে মত বিশেষজ্ঞদের। এদিন এই প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল বলেন, “সেচমন্ত্রী আমাদের জেলায় ভাঙন রোধে অনেক কাজ করেছেন। তিনি সবসময় খোঁজ নিয়েছেন। তবে ফারাক্কা ব্যারেজ কতৃপক্ষ তাদের দায়িত্ব ঠিকমত পালন করে না। সেকারনে প্রতিবছর সমস্যা হয়। প্রয়োজন হলে ওদের সঙ্গে কথা বলব।”

অনেকে বলছেন, বর্ষা আসতে আর দেরি নেই। তাই এমনিতেই ফারাক্কা ফুলে ফেঁপে উঠছে। গতবছর অনেকের বাড়ি ভেঙে পড়েছে। তাই এবারও যদি গঙ্গার ধারের বাড়িগুলো ভেঙ্গে পড়ে, তাহলে বিপদ আরও বাড়বে। তাই সেদিকে লক্ষ্য রেখেই এখন থেকে ভাঙ্গন রোধকে প্রাধান্য দিতে চাইছে রাজ্য সেচ দপ্তর। যার ফলে এদিন ভিডিও কনফারেন্সে মূলত পাচ জেলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ভাঙ্গন রোধ আটকানোর বার্তা দেবেন শুভেন্দু অধিকারী। বিশেষজ্ঞরা বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন।

তার আগে বর্ষায় যদি ভাঙ্গন শুরু হয়, তাহলে বিরোধীরা এই ঘটনাকে ইস্যু করে ময়দানে নেমে পড়তে পারে। তাই সেদিকটি বজায় রেখে এখন থেকেই সতর্কতা মূলক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার বলে মত ওয়াকিবহাল মহলের। এখন পাচ জেলাকে নিয়ে বৈঠকে সেচমন্ত্রী কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!