এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > বড় ধাক্কা প্রার্থীদের জন্য! করোনা আবহে বন্ধ হয়ে গেল 37 টি সরকারি চাকরির পরীক্ষা!

বড় ধাক্কা প্রার্থীদের জন্য! করোনা আবহে বন্ধ হয়ে গেল 37 টি সরকারি চাকরির পরীক্ষা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা সংক্রমণ সমস্ত পরিস্থিতিকে আমূল পরিবর্তন করে দিয়েছে। দীর্ঘদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠান যেমন বন্ধ, ঠিক তেমনই বন্ধ ট্রেন, বাস পরিষেবা। যার ফলে জনমানসে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার চাকরি প্রার্থীদের জন্য বড়সড় ধাক্কা চলে এল‌। সূত্রের খবর, এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ক্লার্কশিপের দ্বিতীয় পর্ব সহ রাজ্য সরকারি অফিসে কর্মী নিয়োগ সংক্রান্ত 37 টি লিখিত পরীক্ষা। জানা গেছে, আগামী 3 সেপ্টেম্বর থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেই পরীক্ষা আপাতত স্থগিত করে দেওয়ার কথা জানানো হয়েছে।

স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় চাকরি প্রার্থীদের মধ্যে যে ব্যাপক প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য, এই পরীক্ষাগুলো হলে রাজ্য সরকারি অফিসে প্রায় 10 হাজারের বেশি কর্মী নিয়োগ সম্ভব হত‌। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার সেই পরীক্ষা পিছিয়ে যাওয়ায় তা কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। তবে এই গোটা ঘটনায় বেকারদের মধ্যে যে আরও হতাশা তৈরি হল, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই‌। এমনিতেই লকডাউনের কারণে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। মানুষের রুজি-রুটির নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। তাই এই পরিস্থিতিতে ক্লার্কশিপের পরীক্ষা হলে অনেক বেকার যুবক-যুবতীদের চাকরি হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষাও অবশেষে থমকে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বেকার যুবক যুবতীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, “করোনা সংক্রমণে গণ পরিবহন ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। ফলে কমিশন পরীক্ষার আয়োজন করলেও, পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছতে পারবেন না। আর সেই কারণেই প্রস্তাবিত 37 টি লিখিত পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। করোনার জন্য সবকিছু থমকে থাকতে পারে না। তাই বাকি থাকা ইন্টারভিউ প্রক্রিয়া আমরা ডিজিটাল মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের কাছে কমিশনের তরফে এই সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট দিনে ইন্টারভিউ বোর্ডের সামনে মূল্যায়ন হবে।”

অর্থাৎ কমিশনের পক্ষ থেকে বেকার যুবক যুবতীরা যাতে একেবারেই হতাশাগ্রস্ত না হয়ে পড়েন, তার জন্য ইন্টারভিউ প্রক্রিয়া ডিজিটাল সিস্টেমের মাধ্যমে নেওয়ার কথা জানানো হল। কিন্তু চাকরি পাওয়ার যে আশা চাকরি প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছিল, তা যে অনেকটাই ধাক্কা খেল, তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ এই গোটা বিষয়ের জন্য করোনা যে ব্যাপকভাবে প্রভাব ফেলল, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই। এখন কবে করোনার করালগ্রাস কাটিয়ে উঠে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের দিকে মনোযোগী হতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!