এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় দুঃসংবাদ! ভারতে আছড়ে পড়তে চলেছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ! উড়তে চলেছে ঘুম?

বড়সড় দুঃসংবাদ! ভারতে আছড়ে পড়তে চলেছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ! উড়তে চলেছে ঘুম?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে চলছে করোনার ভয়ানক সংক্রমণ। সম্প্রতি দেশের মোট করোণা আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষের গন্ডি অতিক্রম করেছে। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭১ হাজারের বেশি মানুষের। অন্যদিকে দৈনিক করোণা সংক্রমণে বিশ্বরেকর্ড ভারতের। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী ২৪ ঘন্টায় মোট করোণা আক্রান্ত হয়েছেন ৯০৮০২ জন। আমেরিকার মতো করোনা আক্রান্ত দেশেও দৈনিক সংক্রমণ এতটা ভয়াবহ হয়নি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনা সংক্রমণে ইতিমধ্যেই ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোণায় মৃত্যুর সংখ্যা ছিল ১০১৬। যা বিশ্বরেকর্ড। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে ভারতে কি তবে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে।

ভারতে করোনা সংক্রমনের মাত্রাতিরিক্ত বৃদ্ধি সম্পর্কে এইমসের অধিকর্তা ডাক্তার রণদীপ গুলেরিয়া গত জুন মাসে ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের আশঙ্কা করেছিলেন, পুনরায় তিনি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জানালেন, ভারতের করোনার দ্বিতীয় তরঙ্গ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি জানালেন ভারতের বেশ কিছু স্থানে করোনা সংক্রমনের হার অত্যন্ত বেশি। গত মে, জুন মাস পর্যন্ত ভারতের বড় শহরগুলোতেই সাধারণত করোনা আক্রান্ত ছিল অধিক। কিন্তু এখন ভারতের বিভিন্ন গ্রামগুলোতেও ব্যাপকভাবে করোনা আক্রান্ত বাড়ছে।

সেইজন্যে বাড়ছে করোনার পুনঃসংক্রমণ। সম্প্রতি, পশ্চিমবঙ্গে ৬ জনের শরীরে করোনার পুনঃসংক্রমণ এর খবর এসেছিল। এবার পূর্ণ সংক্রমনের খবর এলো বেঙ্গালুরু থেকে। ব্যাঙ্গালোরের এক মহিলার শরীরে দ্বিতীয়বার করোনা সংক্রমণ ঘটেছে। দ্বিতীয়বার করোনা সংক্রমনের কারণে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পেয়েছে। তিন সপ্তাহের মধ্যে শরীরে এন্টিবডি তৈরি হয়ে যাবার কথা ছিল। এক্ষেত্রে তা হয়নি বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ২৭ বছর বয়স্ক এই করোনা আক্রান্ত মহিলা একটি বেসরকারি হাসপাতালে গত জুলাই মাসের শেষদিকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। তারপর সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে গিয়েছিলেন। পুনর্বার তিনি করোনা আক্রান্ত হলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তেলেঙ্গানা রাজ্যের দুজন দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলে। এ প্রসঙ্গে তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে, একবার করোনা আক্রান্ত হবার তিন মাসের মধ্যেই পর পর দু’জনের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে রাজ্যবাসী। এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত, করোনা আক্রান্ত হওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হলে। তা সাধারণত ৯০ দিনের মতো শরীরকে সুরক্ষা দিতে পারে। কিন্তু যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে ৯০ দিন এটি শরীরকে সুরক্ষা দিতে পারছেনা। তাই করোনা সংক্রমণ পুনরায় ঘটছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন শরীরের প্রতিরোধ ক্ষমতার চেয়েও করোনাভাইরাস এর জিনগত পরিবর্তন দ্বিতীয়বার করোনা সংক্রমনের বড় কারণ। এ কারণেই তাঁরা নির্দেশ দিয়েছেন, আরো বেশি করে সাবধানতা অবলম্বন করতে, কোন ব্যক্তি করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফেরার পর, বাইরে গেলে পূর্বের মতো তাঁকে মাস্ক ব্যবহার করতে হবে, সেইসঙ্গে সাবান দিয়ে হাত ধুতে হবে ও দরকার মতো স্যানিটাইজার ব্যবহারও করতে হবে।

প্রসঙ্গত হংকং বিশ্ববিদ্যালয় এর ভাইরোলজিস্টরা পুনর্বার করোনা আক্রান্ত হওয়া এক যুবকের শরীর থেকে নেওয়া স্যাম্পেল বিশ্লেষণ করে দেখেছেন যে, দুবার আক্রমণে দুটি আলাদা ভাইরাল স্ট্রেন তাঁর শরীরে বাসা বেঁধেছিল। এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্টের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন প্রধান জেসি গুডম্যান জানিয়েছেন, ” আমরা জানতাম যে পুনরায় সংক্রমণের একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু সে ক্ষেত্রে রোগীর দেহের প্রতিরোধ ক্ষমতা তাঁকে পুনরায় সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে। তবে যদি সাধারণ কোনও সংক্রমণেই প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তা হলে প্রতিষেধকও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেই সংক্রমণের কাছে। ”

দেশের এই ভয়াবহ করোনা সংক্রমণ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে এইমসের অধিকর্তা ডাক্তার রণদীপ গুলেরিয়া বলেছেন, ” আইসিএমআরের নতুন গাইডলাইনে এখন চাইলেই করোনা টেস্ট করা যাচ্ছে। সেটা সংক্রমণের রোজকার সংখ্যা দেখলেও বোঝা যাচ্ছে। তবে করোনা রোখার মূল মন্ত্রই হল, টেস্টিং, ট্রেসিং, আইসোলেশন। সেই সঙ্গে সুস্থ থাকতে প্রোটিন সমৃদ্ধ খাবার জরুরি। হাত ধোওয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখাও প্রয়োজন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!