এখন পড়ছেন
হোম > জাতীয় > বিএস ইয়েদুরাপ্পার ইস্তফায় প্রবল ক্ষুব্দ লিঙ্গায়েত গোষ্ঠী, তীব্র হুঁশিয়ারি বিজেপিকে

বিএস ইয়েদুরাপ্পার ইস্তফায় প্রবল ক্ষুব্দ লিঙ্গায়েত গোষ্ঠী, তীব্র হুঁশিয়ারি বিজেপিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পদত্যাগের। অবশেষে গত কাল তা সত্যি হলো। গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দিলেন তিনি। ইস্তফার ঘোষণার সময় তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। ইয়েদুরাপ্পা সরকারের ২ বছর পূর্ণ হল। দলের শীর্ষ নেতৃত্তের ইচ্ছা অনুসারে পদত্যাগ করেছেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের ওপর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ তিনি ছেড়ে দিয়েছেন। দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে মেনে নেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইস্তফা দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ইয়েদুরাপ্পা। চোখের জলে ইস্তফা দেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে। তিনি জানান, দলের দায়িত্ব নিতে গিয়ে তাঁকে সবসময় অগ্নিপরীক্ষা দিতে হয়েছে। কঠিন সময়ে নিজের ক্ষমতার ওপরে উঠে গিয়ে তিনি কাজ করেছেন। তাঁর যাত্রাপথে সবসময়ই তাঁকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছে। ইস্তফা দেওয়ার পর তাঁর অনুগামীরা যাতে কোনো প্রতিবাদ কর্মসূচি বা বিরোধিতামূলক কর্মসূচি গ্রহণ না করেন, তার অনুরোধ করেন তিনি। তবে, তাঁর ইস্তফায় প্রবল ক্ষুব্ধ কর্ণাটকের লিঙ্গায়েত গোষ্ঠী।

তাঁর ইস্তফা দেওয়ার পর লিঙ্গায়েত গোষ্ঠীর প্রধানদের এক বিশেষ বৈঠক চলে। লিঙ্গায়েত সম্প্রদায় হলো কর্নাটকের জনসংখ্যা ১৬%, যারা বিজেপির একটি বিশেষ ভোটব্যাঙ্ক বলেই পরিচিত। তাদের প্রতিনিধি ছিলেন বিএস ইয়েদুরাপ্পা। তাঁর অপসারণে অত্যন্ত ক্ষুব্ধ তাঁরা বিজেপির উপরে। বালেহোশুর মঠের দিঙ্গলেশ্বরা স্বামী গতকাল জানিয়েছেন যে, বিএস ইয়েদুরাপ্পা ইস্তফা দিয়েছেন যন্ত্রনা পেয়ে। কর্ণাটকে বিজেপি চোখের জলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বিজেপি তাঁর পদত্যাগের সিদ্ধান্ত খতিয়ে দেখুক। কর্নাটকের লিঙ্গায়েত গোষ্ঠী বিজেপির বড় ভোটব্যাংক, এবার ক্ষুব্দ হয়ে বিজেপির বিরুদ্ধে তারা কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেন কিনা, সেদিকে দৃষ্টি থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!