এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিএসএফকে ঘিরে কটাক্ষ ও কটুক্তি, বুদ্ধিজীবীকে একেবারে ধুয়ে দিলেন বিজেপির এই দাপুটে সাংসদ

বিএসএফকে ঘিরে কটাক্ষ ও কটুক্তি, বুদ্ধিজীবীকে একেবারে ধুয়ে দিলেন বিজেপির এই দাপুটে সাংসদ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – তিন রাজ্যের সীমানা এলাকায় বিএসএফের ক্ষমতা বৃদ্ধির ব্যাপারে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এই রাজ্যগুলো হলো বাংলা, আসাম ও পাঞ্জাব। আন্তর্জাতিক সীমান্ত থেকে ভেতরের ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত গ্রেফতার, বাজেয়াপ্ত, তল্লাশি করতে পারবে বিএসএফ। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে সহমত পোষণ করতে দেখা গেছে রাজ্যের একাধিক বুদ্ধিজীবীদের। সম্প্রতি বিএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অভিনেত্রী ও চিত্রপরিচালক অপর্ণা সেন। এর পাল্টা হিসেবে অপর্ণা সেনকে প্রবল করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

সম্প্রতি অপর্ণা সেন বলেছিলেন যে, মিলিটারিদের ক্ষমতা বাড়িয়ে দেয়া হলে ছিটমহলের বাসিন্দাদের কথা ভেবে তিনি শিউরে উঠছেন। এমনিতেই তাদের যে অবস্থা, তার মধ্যে যদি বিএসএফের এলাকা আরো বাড়িয়ে দেয়া হয়, তাহলে তাদের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সীমান্ত এলাকায় মানুষেরা যাতে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করে খেতে পারেন, তা দেখতে হবে রাজ্য সরকারকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তাঁর এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। একটি টুইট করে অপর্ণা সেন সহ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, বিপদের দিনে যারা মানুষের পাশে থাকেন না, তাঁরা বুদ্ধিজীবী নন, তাঁরা সন্ত্রাসজীবি। তিনি আরও লিখেছেন যে, বিএসএফের জন্যই তাঁরা নিরাপদে আছেন, আর তাদের ওপরই তারা আঙুল তুলছেন।

করোনা থেকে আম্ফান, একটা বিপদেও বুদ্ধিজীবীদের মানুষের পাশে দেখা যায়নি। শুধুমাত্র রাজ্য সরকারের পদলেহন করে সংসার চালাচ্ছেন বুদ্ধিজীবীরা। এদের জন্য বাংলার মানুষ লজ্জিত। এভাবে বিএসএফ ইস্যুতে বুদ্ধিজীবীদের সরকারের পাশে দাঁড়ানো ও বিএসএফের বিরুদ্ধে বক্তব্য রাখার প্রবল প্রতিবাদ জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!