এখন পড়ছেন
হোম > জাতীয় > বিএসএনএল এবার নেমে পড়ল প্রতিযোগীতার বাজারে, চাপে পড়তে পারে অন্যান্য সংস্থা

বিএসএনএল এবার নেমে পড়ল প্রতিযোগীতার বাজারে, চাপে পড়তে পারে অন্যান্য সংস্থা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন দেশের প্রতিটি মানুষ হয়ে পড়েছিলেন গৃহবন্দি। সেই অবস্থায় অনেকেই বাড়িতে থেকে কাজ করার রাস্তা বেছে নিয়েছিলেন। আর সে কারণেই ইন্টারনেট ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। শুধু কাজের জন্য নয়, গৃহবন্দি অবস্থায় নিজেদের অধিকাংশ সময় ফোনের পেছনে মানুষ ব্যয় করছিলেন। তাই ভারতের প্রতিটি টেলিকম সংস্থা লকডাউন এর সময় বহুল সুবিধাযুক্ত বিভিন্ন প্ল্যান নিয়ে আসে গ্রাহকদের জন্য।

যার মধ্যে জিও, এয়ারটেল অন্যতম টেলিকম সংস্থা। নিত্যনতুন যে রকম বিভিন্ন প্ল্যান তাঁরা নিয়ে আসে, তা পরবর্তীতে যথেষ্ট জনপ্রিয় হয়েছে গ্রাহক মহলে বলে জানা যায়। যদিও জিও এক্ষেত্রে কিছুটা এগিয়ে গেলেও প্রবল প্রতিযোগিতার মুখে ফেলে তাঁকে এয়ারটেল বলে মনে করা হচ্ছে। কিন্তু এবার জিও, এয়ারটেল এবং অন্যান্য টেলিকম সংস্থাকে প্রবল চাপের মুখে ফেলল বিএসএনএল। সরকারি সংস্থা বিএসএনএল এবার একটি নতুন প্ল্যান নিয়ে আসছে গ্রাহকদের জন্য, যার দাম 599 টাকা।

এই প্রিপেড প্ল্যান রিচার্জ করলেই যেকোনো নেটওয়ার্কে ফোন করতে গেলে প্রতিদিন আড়াইশো মিনিটের টকটাইম পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। সঙ্গে 100 টি এসএমএস মিলবে প্রতিদিন। এই অফারটির বৈধতা থাকবে তিন মাস পর্যন্ত বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভারতের মুম্বাই এবং দিল্লি শহর বাদে অন্যান্য যে কোন শহরে বিএসএনএলের এই অফার পাওয়া যাচ্ছে বলে খবর। প্রসঙ্গত কিছুদিন আগে লকডাউনের সময় জিও অফার নিয়ে এসেছিল সমস্ত প্রিপেইড ব্যবহারকারীদের জন্য এক বছরের জন্য হটস্টার ফ্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সে ক্ষেত্রে জিওর তরফ থেকে বলা হয়েছিল, গ্রাহকরা 401 থেকে শুরু করে 1208 টাকা পর্যন্ত যে প্ল্যানই ব্যবহার করুন না কেন এক বছরের জন্য তারা হটস্টারে ফ্রী সাবস্ক্রিপশন পাবেন। অবশ্য এয়ারটেল এ রকমই আরেকটি অফার নিয়ে এসেছিল যা ডিজনি হটস্টার ভিআইপি বিনামূল্যে এক বছরের জন্য সাবস্ক্রিপশন দেওয়া হবে বলে। অবশ্য এয়ারটেল গ্রাহকরা শুধুমাত্র 401 টাকাতেই এই অফার পেত। সেই সূত্রে এয়ারটেলকে বাজিমাত করতে জিও পরবর্তী অফার নিয়ে এসেছিল।

তবে এবার বিএসএনএল যেভাবে নতুন অফার নিয়ে এলো এতদিন পরে তা যে জিও এবং এয়ারটেলকে টেলিকম জগতে যথেষ্ট চাপে ফেলবে বলেই মত বিশেষজ্ঞদের। সম্প্রতি দেখা গেছে, টেলিকম দুনিয়ায় রিলায়েন্স জিও যথেষ্ট অফার চালু করেছে গ্রাহক সুবিধার্থে। প্রতিযোগিতার বাজারে কিন্তু রিলায়েন্স জিও যেভাবে একের পর এক অফার এনেছে তাতে কিন্তু গ্রাহক মহলে রিলায়েন্স জিওর জয়জয়কার শোনা গেছে। কিন্তু এবার সরকারি সংস্থা বিএসএনএল যেভাবে গ্রাহক টানার জন্য নতুন অফার নিয়ে এলো, তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!