বুদ্ধদেব থেকে গৌতম, শ্যামল থেকে মদন – একঝাঁক নেতাকে ছেঁটে নতুন করে শুরু সিপিএমের রাজ্য May 23, 2018 নড়বড়ে সংগঠনকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গের সিপিআই(এম) নেতৃত্ব এখন রাজ্যের নীতি নির্ধারক ‘কমিটি’তে পরিবর্তন আনতে চাইছেন। গোপণ সূত্রের খবর অনুয়ারী দলের রাজ্য নেতৃত্ব নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রবীন সদস্যদের পরিবর্তে নবীন সদস্যদের সুযোগ দিতে আগ্রহ প্রকাশ করছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এই পরিকল্পনা সফল প্রয়োগের ফলে রাজ্য সম্পাদকমন্ডলী থেকে বর্ষীয়ান শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তি-সহ কৃষক সভার নেতা মদন ঘোষ প্রমুখ নেতা বাদ পরতে পারেন । এঁদের পরিবর্তে সম্পাদকমন্ডলীতে স্থানলাভের সম্ভবনা রয়েছে বর্ধমান জেলার এক প্রাক্তন ছাত্রনেতা এবং দলীয় মুখপাত্রের দায়িত্বে থাকা এক ‘তাত্ত্বিক নেতা’। দলীয় সূত্রে জানা যাচ্ছে তাঁদের পূর্বের আবেদনকে মান্যতা দিয়ে নতুন রাজ্য সম্পাদকমন্ডলী থেকে শারীরিক অসুস্থতা জনিত কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিশিষ্ঠ বাম নেতা গৌতম দেব নাম খারিজ হতে পারে। আপনার মতামত জানান -