এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেমন রয়েছেন প্রাক্তন মুখমন্ত্রী? কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে?

কেমন রয়েছেন প্রাক্তন মুখমন্ত্রী? কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এখনও সংকট কাটেনি, তবে কিছুটা হলেও অবস্থার উন্নতি হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সূত্রের খবর, গতকাল মধ্য়রাত তাঁর জ্ঞান ফিরেছে। এখনও কতটা ঝুঁকি রয়েছে তাঁর, কী কী পরীক্ষা জরুরি সব বিষয়ে আলোচনা করতে আজ সকাল ১০ টায় বৈঠক করবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

জানা গিয়েছে এখন রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণো অনেকটাই কম প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তা ৪৪ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। পরিস্থিতি বিচার করে ধাপে ধাপে মেকানিক্যাল ভেন্টিলেশন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্‍সকরা।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে বহুদিন ধরেই অসুস্থ এবং গৃহবন্দী সেই কথা আগেও জানা গিয়েছিল। কিছুদিন আগে রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁর সঙ্গে দেখা করতে যান বলেও জানা যায়। সেইসময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে তাঁর অসুস্থ অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিলেন তিনি।

তবে তারপর থেকে সেরকম ভাবে আর কোনো খবর পাওয়া যায়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে কাল দুপুরে হঠাৎই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর খবর পাওয়া যায়। জানা যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আপনার মতামত জানান -

এদিন বিকেলে চিকিত্‍সকরা তাঁর সিটি স্ক্যান করে জানান, তাঁর করোনা হয়নি। তবে তাঁর বুকে পুরনো নিউমোনিয়ার প্যাচ রয়েছে। সেইসঙ্গে তাঁর ব্রেনের সিটি স্ক্যানও করা হয়। তাতে পুরনো ল্যাকুনার ইনফ্র্যাক্টস রয়েছে। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবুকে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে সম্প্রতি জানা গেছে, মেকানিকাল ভেন্টিলেশনে দেওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমতে শুরু করেছে। তবে এখনও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানা গেছে হাসপাতাল কর্তৃপক্ষ এর তরফে। বুধবার বুদ্ধদেববাবুকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশন ছিল মাত্র ৮৮। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এদিন প্রথমে তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু তা পর্যাপ্ত ছিল না। তাই পরে তাঁকে মেকানিকাল ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে বলেই জানান হয়। অন্যদিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। প্রায় দু ঘন্টা মেকানিকাল ভেন্টিলেশনে রাখার পর তাঁর শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ১৩১ থেকে কমে ৫০ হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, “উনি খুব কষ্ট পাচ্ছেন, আমরা দেখলাম। কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ শরীরে বেশি।” সেইসঙ্গে উনি দ্রুত সেরে উঠুন এই প্রার্থনাও করেছেন তিনি।

তবে তাঁর দেখতে যেতে দেখা গেছে, বিমান বসু, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্রকেও। এদিন তাঁর দেখে সূর্যকান্ত মিশ্র জানান, তিনি অচেতন অবস্থায় রয়েছেন। শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। যদিও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কিছু আগে ফিরহাদ হাকিমও বুদ্ধবাবুর সঙ্গে হাসপাতালে দেখা করতে যান বলেও জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!