এখন পড়ছেন
হোম > জাতীয় > আজকের বাজেট এক নজরে,বাড়লো আয়করের সময়সীমা

আজকের বাজেট এক নজরে,বাড়লো আয়করের সময়সীমা


বাড়লো আয়করের সময়সীমা।পাঁচ লক্ষ্ টাকা পর্যন্ত কর ছাড়

আমাদের এই সরকার মানুষের পক্ষে। দেশকে স্বাস্থ্যকর জায়গায় নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।
অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন (PMSYM) স্কিমে মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। এরজন্য মাসে ১০০ টাকা করে দিতে হবে। শ্রমিকদের বয়স ৬০ পেরিয়ে গেলে ওই ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
শেষ ৫ বছরে বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে ভারত। আমাদের GDP গ্রোথ বেড়েছে।
গত ৫ বছরে যুব সমাজের জন্য অনেক কাজ হয়েছে। তাদের নতুন দিশা দেখানোর বিষয়ে কাজ করেছে সরকার।
প্রধানমন্ত্রী কিষান যোজনায় গরিব কৃষকদের বছরে ৬ হাজার টাকা।
যাদের ২ হেক্টরের কম জমি রয়েছে
এর জেরে ১২ কোটি কৃষক লাভবান হবে
কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে
আমরা মিশন মোডে ১৪৩ কোটি LED বাল্বের ব্যবস্থা করেছি
আগে আড়াই কোটি বাড়িতে বিদ্যুৎ ছিল না
প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাত্র ৫ বছরে ১ কোটি ৫৩ লাখ ঘর দিয়েছি
প্রথমে গরিব শিশুর স্কুলে যেতে কষ্ট হত। এখন তো তার গ্রামে বাসও পৌঁছে যায়
ঋণখেলাপি পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে
ব্যাঙ্কিং ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তিনগুণ কাজ বেশি হয়েছে
গরিবরা না এগোলে দেশ এগোবে না। সেই কথা ভেবে জেনেরাল ক্যাটাগরির জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে
আমরা দুর্নীতি মুক্ত সরকার চালাচ্ছি
স্বচ্ছ ভারত প্রকল্প সাফল্য পেয়েছে

ভিশন ২০৩০-র জন্য দশটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার
আগামী ৫ বছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। আর ৮ বছরে তা পৌঁছাবে ১০ ট্রিলিয়ন ডলারে
ভারতের উন্নয়নের বীজ আমাদের সরকার রোপন করে দিয়েছে
নোটবাতিলের পর ১ কোটি লোক আয়কর দিয়েছে
যারা বাড়ি কিনবে তাদের উপর GST-র বোঝা কী ভাবে কমানো যায় সেটা সরকার দেখবে
জানুয়ারিতে GST আদায় ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা
GST-র অধীনে প্রত্যেক মাসে গড়ে ৯৭ হাজার কোটি টাকা কর আদায় হয়েছে
GST-র ফলে লাভবান হয়েছেন ক্ষুদ্র ও ছোটো ব্যবসায়ীরা
গতবছর কোনও স্ক্রুটিনি ছাড়াই প্রায় ৯৯.৫৪ শতাংশ IT রিটার্ন সঙ্গে সঙ্গে গ্রহণ করা হয়েছে
মধ্যবিত্তের উপর করের বোঝা কমানো আমাদের সরকারের লক্ষ্য থেকেছে
৫৯ মিনিটে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ এখন পাওয়া যেতে পারে
চলতি অর্থবর্ষে কর আদায় বেড়েছে
পাঁচ বছরে ৩৪ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে
পাঁচ বছরে এক লাখ ডিডিটাল গ্রাম বানানোর লক্ষ্য, দ্রব্যমূল্যের দাম কমেছে এই সরকারের আমলে
আর্থিক ঘাটতি কমে হয়েছে ৩.৪ শতাংশ

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনও রক্ষীবিহীন লেভেল ক্রসিং নেই দেশে
OROP স্কিমে ইতিমধ্যে আমাদের জওয়ানদের জন্য ৩৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে
প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ ৩ লাখ কোটি টাকার বেশি করা হয়েছে
হাইওয়ে তৈরিতে বিশ্বে এইমুহূর্তে সবার আগে ভারত। প্রতিদিন ২৭ কিমি হাইওয়ে তৈরি হয়
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় লাভবান হয়েছেন ৭৫ শতাংশ মহিলা। প্রধানমন্ত্রী মাতৃত্ব যোজনায় ২৬ সপ্তাহ ছুটি পান অন্তঃসত্ত্বা মহিলারা। মহিলাদের ক্ষমতায়নের জন্য এই সিদ্ধান্ত।

উজ্জ্বলা স্কিমে বিনামূল্যে ৬ কোটি পরিবারকে রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।
করমুক্ত গ্র্যাচুইটির পরিমাণ ১০ লাখ থেকে বাড়িয়ে করা হল ৩০ লাখ টাকা
সময়ে ঋণ শোধ করলে ৩ শতাংশ সুদ ছাড় পাবে কৃষকরা
প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদ ২ শতাংশ ছাড়
রাষ্ট্রীয় গোকুল যোজনায় চলতি অর্থবর্ষে ৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!