এখন পড়ছেন
হোম > রাজ্য > বাজেটে কৃষক দরদী মমতা! কেন্দ্রের কাছে নয়া অনুরোধে জল্পনা!

বাজেটে কৃষক দরদী মমতা! কেন্দ্রের কাছে নয়া অনুরোধে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের পক্ষ থেকে তাদের বিন্দুমাত্র সহযোগিতা করা হয় না, এই অভিযোগ রাজ্যের দীর্ঘদিনের। এমনকি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে মাঝেমধ্যেই কেন্দ্র-রাজ্য দ্বৈরথ সামনে চলে আসে। একদিকে রাজ্যের তৃণমূল সরকার এবং অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যে এই তরজা পশ্চিমবঙ্গ রাজনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলতে শুরু করে।

বর্তমানে বিধানসভা নির্বাচনের দামামা বাজার শুধু সময়ের অপেক্ষা। তার আগে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করে রাজ্যের কৃষকদের প্রতি তৃণমূল সরকার যে অত্যন্ত দায়বদ্ধ, তা প্রমাণ করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন তিনি।

পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প কিষান সম্মান নিধির টাকা যাতে দেওয়া হয়, তার জন্য কেন্দ্রকে অনুরোধ জানাতেও দেখা যায় বাংলার প্রশাসনিক প্রধানকে। স্বাভাবিক ভাবেই একদিকে নিজেদের কৃষকদরদী ভাবমূর্তি তুলে ধরা এবং অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

বলা বাহুল্য, কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের “কৃষক সম্মান নিধি” এবং রাজ্যের “কৃষক বন্ধু” প্রকল্প নিয়ে মাঝেমধ্যেই দুই সরকারকে তরজায় নামতে দেখা গেছে। যেখানে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের বিজেপি নেতাদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, কেন্দ্রের প্রকল্প থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাল্টা রাজ্য সরকারের পক্ষ থেকে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আর এই পরিস্থিতিতে সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে কৃষকদের জন্য চালু করা “কিষান সম্মান নিধি” প্রকল্পের জন্য রাজ্যের পক্ষ থেকে সমস্ত তথ্য পাঠানো হয়। আর এবার বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে গিয়ে সেই কেন্দ্রীয় প্রকল্পের যাতে টাকা পাওয়া যায়, তার জন্য কেন্দ্রকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেকে বলছেন, নির্বাচনের আগে এই ব্যাপারে কোনোরকম তরজায় না জড়ায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের কৃষক দরদী ভাবমূর্তি স্পষ্ট করার চেষ্টা করলেন। কেন্দ্রের কাছ থেকে এই ব্যাপারে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে কৃষকদের প্রতি তাঁর সরকার যে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে, তা বোঝানোর চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান বলেই মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে কৃষি আইন চালু করা হয়েছে। যে আইন নিয়ে রীতিমত তোলপাড় হয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই কৃষকদের আন্দোলন অস্বস্তিতে ফেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। সেই আইন বাতিলের দাবিতে রীতিমত সরব হয়েছে বিরোধীরা। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বাংলা দখল করার চেষ্টা করলেও, পাল্টা কৃষকদের স্বার্থ বিঘ্নিত করছে কেন্দ্রের বিজেপি সরকার বলে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস।

সেদিক থেকে পাল্টা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রের পক্ষ থেকে বাংলার কৃষকের জন্য কিষান সম্মান নিধি প্রকল্প চালু করা হলেও, রাজ্য সরকার তাতে বাধা দিচ্ছে। আর এই পরিস্থিতিতে এদিন সেই প্রকল্প চালু করার ব্যাপারে সবুজসংকেত দিয়ে কেন্দ্রকে টাকা বরাদ্দ করার অনুরোধ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের মুখ বন্ধ করার চেষ্টা করলেন বলেই মনে করছেন একাংশ।

পাশাপাশি রাজ্যে পক্ষ থেকে চালু করা “কৃষকবন্ধু” প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে নির্বাচনের আগে কল্পতরু হওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!