এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাজেট পেশের পরেই তৃণমূলকে অলআউট আক্রমণে শুভেন্দু, ব্যাপক বঞ্চনার অভিযোগ!

বাজেট পেশের পরেই তৃণমূলকে অলআউট আক্রমণে শুভেন্দু, ব্যাপক বঞ্চনার অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয়বার ক্ষমতায় আসার পর বুধবার রাজ্য বাজেট পেশ করেছে তৃণমূল সরকার। শাসক দলের পক্ষ থেকে এই বাজেটকে জনমুখী বলে আখ্যা দেওয়া হয়েছে। যদিও বা স্বাভাবিক নিয়মেই তৃতীয়বার ক্ষমতায় আসা তৃনমূল সরকারের রাজ্য বাজেটকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বাজেট পেশের পরই সাংবাদিক বৈঠক থেকে গোটা বিষয়ে তৃণমূল সরকারকে কার্যত তুলোধোনা করেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে উত্তরবঙ্গ নিয়ে রাজ্য বাজেটে তেমন কিছুই নেই বলে দাবি করেছেন তিনি।

সূত্রের খবর, এদিন রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তারপরই সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আজকের বাজেটে উত্তরবঙ্গ সম্পর্কে একটি শব্দও নেই। তপশিলি জাতি, উপজাতি সম্পর্কেও কোনো শব্দ নেই।” শুধু তাই নয়, বর্তমানে পেট্রোলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও বা এর পাল্টা তৃণমূলের উপর চাপ বৃদ্ধি করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে, এই ব্যাখ্যাটা যারা করছেন, ঠিক নয়। তৃণমূল পরিচালিত সরকারকে বলব, এত যদি দরদ হয়, বলছেন, বিধান পরিষদ গঠন করব, আর্থিকভাবে স্বনির্ভর হব। তাহলে 38 টাকা যে কর নিচ্ছেন, তার 20 টাকা ছাড় দিয়ে দিন।” অর্থাৎ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারের ওপর চাপ বাড়ানো হলেও, পাল্টা রাজ্যের কর কমানো নিয়ে তৃণমূল সরকারের ওপর চাপ সৃষ্টি করলেন শুভেন্দু অধিকারী।

বিশ্লেষকদের মতে, বিজেপির পক্ষ থেকে এই রাজ্য বাজেটের যে বিরোধিতা করা হবে, তা আগেভাগেই মনে করা হয়েছিল। শেষ পর্যন্ত বাজেট পেশের পরই এই ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সরকারের পক্ষ থেকে প্রতিসময় বলা হয়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে তারা সমান চোখে দেখে। কিন্তু রাজ্য বাজেটে সেভাবে উত্তরবঙ্গের মানুষদের জন্য তেমন কোনো ঘোষণা করতে দেখা যায়নি রাজ্য সরকারকে বলে অভিযোগ বিরোধীদের। আর সেই কথা তুলে ধরেই উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে বলে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!