এখন পড়ছেন
হোম > অন্যান্য > বুধগ্রহ কিভাবে আপনার জীবন-কুণ্ডলীতে শুভ-অশুভ প্রভাব নিয়ন্ত্রণ করে? জেনে নিন বিস্তারিত ভাবে

বুধগ্রহ কিভাবে আপনার জীবন-কুণ্ডলীতে শুভ-অশুভ প্রভাব নিয়ন্ত্রণ করে? জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ বুধবার। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আসুন জেনে নিই এই গ্রহের চরিত্র সম্পর্কে। বুধকে নিয়ে কী বলছে আমাদের জ্যোতিষ শাস্ত্র?

বুধ গ্রহকে বুদ্ধির কারক গ্রহ হিসেবে মানা হয়ে থাকে। এই গ্রহ আমাদের স্মৃতিশক্তিকে প্রভাবিত করে। তাছাড়াও, বুধকে – ব্যবসা, গণিত, জ্যোতিষ, আশা ও চিন্তন শক্তির কারক গ্রহ রূপে দেখা হয়। জন্মছকে দ্বীতিয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, ষষ্ঠ ঘর আর দশম ঘরে বুধ গ্রহ শুভ ফল দান করে। বুধ কারোর শুভ হলে সে সাহিত্যিক, জ্যোতিষ বা ডাক্তার হতে পারে। এরা বহুমুখী প্রতিভার মালিক হন।

যে সব জাতক জাতিকার রাশিচার্টে বৃহস্পতি শুভফলদায়ী বুধের ওপর দৃষ্টি রাখেন, সেই জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে থাকে। বুধ গ্রহকে লাল কিতাব বইয়ে বাদুড়ের সাথে তুলনা করা হয়েছে, যা ওপর-নিচে উল্টো হয়ে ঝুলে থাকে। বুধ তার জাতক জাতিকাদের ওপর তাদের ছোট বয়স থেকেই প্রভাব ফেলতে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জেনে রাখুন, বুধ যদি অন্য কোনো গ্রহের দৃষ্টি ছাড়াই একাকী প্রথম ঘরে অবস্থান করে তাহলে তা তার নিজস্ব শুভ ফল দান করে। কিন্তু, সেই ক্ষেত্রে মঙ্গল গ্রহ অশুভ ফলদায়ক হয়ে থাকে। সেই কুন্ডলীতে নবম ঘরে যেই গ্রহ থাকবে তার ফলও অশুভ হয়ে থাকে। একমাত্র এই ক্ষেত্রে রবি গ্রহের ফল কখনোই অশুভ হয় না।

বুধ গ্রহ প্রথম ঘরে থাকলে, রাহু অর্থাৎ শ্বশুরবাড়ি আর কেতু অর্থাৎ সন্তানের ওপর প্রভাব অশুভ হবে। প্রথম ঘরে বসে বুধ অশুভ ফল দিলে অবশ্যই সবুজ রঙ বর্জন করবেন। আর প্রথম স্থানে বসে বুধ গ্রহ ঘুমন্ত অবস্থায় থাকলে মাটির ঘটে গুড় ভরে মাটির তলায় পুঁতে দিন৷ এতে শুভ ফল পাবেন। বুধ গ্রহ যদি দ্বিতীয় ঘরে থাকে তবে বৃহস্পতি গ্রহ যে ঘরেই থাকুক, সেই বুধ গ্রহ বৃহস্পতি গ্রহের মতো প্রভাব দিয়ে থাকেন।

যদি অষ্টম ঘরে কোনো অশুভ গ্রহ থাকে আর দ্বিতীয়তে বুধ অবস্থান করে তবে অর্থহানি হয়ে থাকে। যদি ষষ্ঠ ঘরে শনি গ্রহ থাকে আর উল্টোদিকে দ্বিতীয়ে বুধ থাকে তবে সেই বুধ গ্রহের সম্পর্কিত আত্মীয়ের ওপর শনি গ্রহের অশুভ প্রভাব হয়ে থাকে। যদি দ্বাদশ ঘরে শুক্র গ্রহ অবস্থান করে আর বুধ দ্বিতীয় ঘরে থাকে তবে সেই ব্যাক্তি অবৈধ সম্পর্কে জড়িয়ে পরতে পারেন। তবে বুধ আপনাকে শুভ ফল দিলে আপনি জ্ঞানী, বুদ্ধিমান, সংস্কৃতিমনস্ক ও বহুমুখি প্রতিভার অধিকারী হবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!