এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বুদ্ধদেবের ২৩৫ এর ‘গর্বের পতন’ তুলে ধরে তৃণমূলকে কোন বার্তা শুভেন্দুর? চড়ছে জল্পনার পারদ

বুদ্ধদেবের ২৩৫ এর ‘গর্বের পতন’ তুলে ধরে তৃণমূলকে কোন বার্তা শুভেন্দুর? চড়ছে জল্পনার পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটু সময় বাংলার রাজনীতি যখন লালে লালময় ছিল, সেসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছিল, “ওরা ৩০ আমরা ২৩৫।” এরপর সময় এগিয়েছে। পতন ঘটেছে বাম সরকারের। গতকাল পূর্ব মেদিনীপুরের এক প্রশাসনিক ভবনের উদ্বোধনে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই শ্লোগানের স্মৃতিকে তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি জানালেন যে, ক্ষমতার দম্ভ দেখালে মানুষ, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবেই। এভাবে শুভেন্দু অধিকারী আবার নতুন করে জল্পনার সৃষ্টি করলেন। একেক দিন একেক মন্তব্যে তিনি ঘাম বের করে দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের। সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে একজন সুদক্ষ রাজনীতিকের মতোই তিনি মন্তব্য করেছেন, যা ব্যাক্ষা করতে হিমশিম খাচ্ছে রাজনৈতিক মহল।

বেশ কিছুটা সময় ধরেই দলের সঙ্গে সম্পর্ক তলানীতে গিয়েছে শুভেন্দু অধিকারীর। বিভিন্ন দলীয় অনুষ্ঠান থেকে নিজেকে তিনি দূরত্বে রাখছেন। এই পরিস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি সরাসরি না বলেও পরোক্ষভাবে যেসব মন্তব্য করছেন। তাতে জল্পনা আরো বাড়ছে তাঁর আগামী পদক্ষেপ নিয়ে। অনেকেই মনে করেছেন যে, তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

গতকাল মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের আড়গোয়ালে পঞ্চায়েতের প্রশাসনিক ভবনের উদ্বোধন করতে গিয়ে গিয়েছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি সমালোচনা করলেন পূর্বতন বামফ্রন্ট সরকারের। সেইসঙ্গে বর্তমান তৃণমূল সরকার সম্পর্কেও বেশকিছু বার্তা দিলেন পরিবহন মন্ত্রী। গতকালের এই অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, ক্ষমতার দম্ভ দেখালে মানুষ তাকে ছেড়ে দেয় না। একসময় ক্ষমতার দম্ভ দেখানো ২৩৫ এর বাম সরকারের এখন চিহ্নমাত্র নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দম্ভ দেখালে পঞ্চায়েতের ক্ষমতায় থাকা ব্যক্তিদেরও দূর করে দেয় মানুষ। মানুষই শেষ সবকিছু। মানুষ যতদিন রাখবেন, রাজনীতির নেতারা ততোদিনই ক্ষমতায় থাকতে পারবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি রাজনীতির পাঠ দিলেন এই মঞ্চে। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, দল দেখে কাজ করলে কেউ বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। দল না দেখে মানুষকে দেখে কাজ করলে, বেশিদিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে।

দলকে কাজ করতে হবে মানুষের জন্য। নেতাকে কাজ করতে হবে মানুষকে নিয়ে। এই প্রসঙ্গে তিনি আরো জানান যে, দিনের শেষে যতই নেতারা ক্ষমতার দম্ভ দেখান না কেন, শেষ কথা বলার অধিকার আছে মানুষের। গতকাল শুভেন্দু অধিকারী জানালেন যে, তিনি নন্দীগ্রামের লড়াই দেখেছেন। তখন, নন্দীগ্রামে সরকার জানিয়ে ছিল যে, তারা যেহেতু ২৩৫, তাই তারা ৩০ জনের কথা কেন শুনবে? এত পুলিশ, এতো বিপুল অর্থ, এত ক্ষমতা, এত সংখ্যা, এত অহংকার সমস্ত কিছু কোথায় মিশে গেল মাত্র দেড় বছর সময়ের মধ্যে? সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেল। মানুষ সব ভেঙেচুরে দিল। তিনি জানালেন, অন্তর ঠিক রাখতে পারলেই ক্ষমতায় টিকে থাকা যায়, না হলে নয়।

গতকালের সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। সংবাদমাধ্যমের তাঁকে নিয়ে চলছে নানা জল্পনা। তবে, তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি যেটা বলবেন, সেটাই শেষ কথা। তাঁর নামে যা বাজারে শোনা যাচ্ছে, তার সবকিছু সত্যি নয়। এরপর বুদ্ধদেব ভট্টাচার্যের কথা তুলে দিয়ে তিনি কি পরোক্ষে ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? এ প্রশ্ন করছেন অনেকেই। প্রসঙ্গত দলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক শীতল রয়েছে শুভেন্দু অধিকারীর। তাই, আগামী দিনে তিনি কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন, সেদিকেই দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!