এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বুদ্ধি হয়েছে’, আচমকা নরেন্দ্র মোদীর প্রশংসায় অনুব্রত মণ্ডল, বাড়ছে জল্পনা!

‘বুদ্ধি হয়েছে’, আচমকা নরেন্দ্র মোদীর প্রশংসায় অনুব্রত মণ্ডল, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উঠতে-বসতে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিভিন্ন সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কিন্তু সেই নরেন্দ্র মোদীর বুদ্ধি হয়েছে বলে তার স্তুতি গাইতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু হঠাৎ করে তার এই মন্তব্য কেন, এখন তা নিয়ে রীতিমত গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বলা বাহুল্য, পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য বিজেপির পক্ষ থেকে নানা কৌশল গ্রহণ করা হলেও, বিজেপির সঠিক মুখ নেই বলে দাবি করছে তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো।

তবে এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা গণতান্ত্রিক দল। নির্বাচনের পরে তাদের কে মুখ্যমন্ত্রী হবে, তা ঠিক করা হয়। তবে এই ব্যাপারে মন্তব্য করতে গিয়েই রীতীমত নরেন্দ্র মোদির মাথায় বুদ্ধি আছে বলে দাবি করলেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বীরভূমের একটি সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সেই সভা থেকেই তাকে কড়া ভাষায় আক্রমণ করেন অনুব্রত মণ্ডল।

আর তখনই বিজেপি ক্ষমতা দখল করতে চাইলেও, তাদের সঠিক মুখ নেই কেন, এই ব্যাপারে প্রশ্ন করা হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। আর তার উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “থাকলে তো বলবে। নেই তাই বলছে না। নরেন্দ্র মোদির বুদ্ধি হয়েছে।” অর্থাৎ অনুব্রত মণ্ডল একথা বলে একদিকে যেমন বিজেপি এবং নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন, ঠিক তেমনই “বুদ্ধি হয়েছে” বললেও এটা যে বিজেপিকে চাপে ফেলে দেওয়ার বক্তব্য, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ একগুচ্ছ। যার মধ্যে প্রধান অভিযোগ, বিজেপির সঠিক মুখ নেই। তাই তারা বাংলার ক্ষমতা দখল করতে পারবে না। এক্ষেত্রে বিজেপির শীর্ষস্তরের নেতারা বারবার রাজ্যে আসলেও, কেন তাদের মুখ সম্পর্কে বাংলার মানুষকে অবহিত করছেন না, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলকে বিজেপির মুখ নিয়ে জিজ্ঞাসা করার সাথে সাথেই নরেন্দ্র মোদির বুদ্ধি হয়েছে, তাই মুখ নিয়ে কোনো মন্তব্য করছেন না বলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল। যা রাজ্য রাজনীতিতে বর্তমানে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তাহলে কি সত্যিই বিজেপির কাছে তাদের সঠিক মুখ নেই? আর তাই গোপনে এই ব্যাপারটিকে এড়িয়ে যাওয়ার কৌশল নিয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব? অনুব্রত মণ্ডলের মন্তব্যের পর সেই জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!