বুদ্ধবাবুকে নিয়ে আসা হবে বিধানসভায়, শ্রদ্ধা জানাতে পারবেন মন্ত্রী, বিধায়করা! জানালেন অধ্যক্ষ! কলকাতা বামফ্রন্ট রাজনীতি রাজ্য August 8, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ সময় ধরে যে মানুষটা রাজ্য বিধানসভার সদস্য ছিলেন এবং ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই মানুষটা চলে গেলেও তার নিথর দেহ বিধানসভায় আসবে না, তা কি হয়! তাই আজ পিস ওয়ার্ল্ডে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত থাকলেও আগামীকাল তা আনা হবে রাজ্য বিধানসভায়। আর সেখানেই সমস্ত মন্ত্রী, বিধায়করা শ্রদ্ধা জানাতে পারবেন। এদিন তেমনটাই জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের ইচ্ছা অনুযায়ী তার দেহ দান করা হবে। তবে আজ পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে পিস ওয়ার্ল্ডে। সেখানেই আজ রাখা হবে। আর তারপর আগামীকাল রাজ্য বিধানসভায় নিয়ে যাওয়া হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দীর্ঘদিন ধরে এই রাজ্য বিধানসভায় তার অবাধ যাতায়াত ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় কাটিয়েছেন। তাই সেখানেই তাকে শ্রদ্ধা জানাতে অপেক্ষায় সমস্ত মন্ত্রী, বিধায়করা। আপনার মতামত জানান -