এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বুঝতে দেরি করে ফেলেছে, আগেই করা উচিত ছিল! করোনা-আমপান আবহে তৃণমূলকে বড়সড় ‘পরামর্শ’ দিলীপের

বুঝতে দেরি করে ফেলেছে, আগেই করা উচিত ছিল! করোনা-আমপান আবহে তৃণমূলকে বড়সড় ‘পরামর্শ’ দিলীপের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে লকডাউন এখনো বর্তমান। তবে আনলক ওয়ান চালু হলেও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ এখনও বলবত আছে। অন্যদিকে রাজ্যের সামনে আসছে 2021 এর বিধানসভা নির্বাচন। করোনা আবহকে কাজে লাগিয়ে তড়িঘড়ি রাজনৈতিক ময়দান দখল করতে নেমে পড়েছে বিরোধী শিবির বিজেপি। ইতিমধ্যে তাঁরা ভার্চুয়াল বৈঠক সেরে ফেলেছে রাজ্যে এবং সূত্রের খবর, বিজেপির ভার্চুয়াল বৈঠকে ভালোই সাড়া মিলেছে।

তবে গেরুয়া শিবিরের ভার্চুয়াল বৈঠক নিয়ে তৃণমূল শিবির কিন্তু সেই সময় বিজেপিকে চূড়ান্ত কটাক্ষ করেছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে। করোনা আবহকে কাজে লাগাতে শেষপর্যন্ত ভার্চুয়াল বৈঠকই ভরসা সব ক্ষেত্রে। আর তাই নিয়ে এবার পাল্টা তৃণমূলকে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন লকডাউন চলার ফলে প্রত্যেকেই এই মুহূর্তে বাড়িতে। তবে সদ্যই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পুরোনো নিয়মে প্রাতঃভ্রমণ শুরু করে দিয়েছেন।

প্রাতঃভ্রমণের সঙ্গেই এদিন তিনি বক্তব্য রাখেন এবং সেখানেই তিনি জানান, বিজেপি যেভাবে ভার্চুয়াল বৈঠক করছে তাতে সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি জানান, তিন মাস লকডাউন চললেও মানুষের সঙ্গে কিন্তু তাঁরা যোগাযোগ রেখেছেন। ইতিমধ্যে তাঁরা রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ বিলির কাজেও নেমেছেন নিজেদের মতন করে। অন্যদিকে আগামী চৌঠা জুলাই তৃণমূলের ভার্চুয়াল বৈঠক নিয়ে এদিন দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, বহু আগেই এই ভার্চুয়াল মিটিং শুরু করা উচিত ছিল। বুঝতে শাসক শিবিরের অনেকটাই দেরি হয়ে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, এ দিন করোনা নিয়েও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদলের প্রতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যখন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কম ছিল, তখন টেস্টিং হচ্ছিল না। এখন সংক্রমণ বেড়ে গেছে, কিন্তু বাড়েনি চিকিৎসা পরিকাঠামোর উন্নতি। যার ফলে জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে নার্স এবং ডাক্তারদের। পরিস্থিতি যদি অবিলম্বে না ঠিক হয় তাহলে পরবর্তীতে ভুগতে হবে রাজ্যের মানুষকে। তবে পুলিশ যে সাধারণ মানুষকে আটকাতে গিয়ে আক্রান্ত হচ্ছে বেশি, সেকথাও তিনি মেনে নিয়েছেন।

অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচন নিয়ে এদিন দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিজেপি একুশের বিধানসভায় একাই লড়বে– এবং রাজ্যের মসনদ তাঁরাই দখল করবেন। রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য থেকে পরিষ্কার, আগামী দিনে রাজ্যের মসনদ দখলের লড়াই রীতিমতো সেয়ানে সেয়ানে হতে চলেছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাজ্যের গেরুয়া শিবির কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই নিজেদের রাজনৈতিক মাটি শক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

লোকসভা নির্বাচনে 18 টি সিট জেতার পর তাদের আত্মবিশ্বাসও যথারীতি তুঙ্গে। এই অবস্থায় সামনে 2021 এর বিধানসভা নির্বাচন জিততে তারা যে জান লড়িয়ে দেবে, সে কথা পরিষ্কার। অন্যদিকে, একের পর এক সাংগঠনিক পরিবর্তন এনে রাজ্যে বিজেপি শিবির নিজেদের গুরুত্ব তুলে ধরতে যে বদ্ধপরিকর, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। আপাতত 2021 এর বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের আগামী দিনের পরিস্থিতি কি হতে চলেছে, সেদিকে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!