এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাবুলের গড়ে তৃনমূলের থাবা, নেপথ্যে মুকুল! বাড়ছে গুঞ্জন!

বাবুলের গড়ে তৃনমূলের থাবা, নেপথ্যে মুকুল! বাড়ছে গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2014 সালের পর আবার 2019 সালে বিপুল ভোটে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বাবুল সুপ্রিয়। বহু চেষ্টা করেও 2019 সালে তাকে রুখতে পারেনি তৃণমূল কংগ্রেস। পরপর কেন্দ্রের দুই সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন তিনি। আসানসোলে বিজেপির প্রভাব এবং বাবুল সুপ্রিয়ের প্রভাব থাকার কারণে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে হেভিওয়েট বিজেপি নেতা মুকুল রায় গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরের নাম লেখানোর পর থেকেই খেলা ঘুরতে শুরু করেছে।

বর্তমানে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির ভাঙ্গন ধরার গুঞ্জন তৈরি হয়েছে। যার পেছনে মুকুল রায়ের মত হেভিওয়েট নেতার তৃণমূল কংগ্রেসে যোগদান রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেদিক থেকে বিজেপির অনেক হেভিওয়েট নেতা-কর্মী গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে খুব দ্রুত নাম লেখাতে পারেন। আর যদি আসানসোলের মত বিজেপির শক্ত ঘাঁটিতে বিজেপি ত্যাগের হিড়িক পড়ে যায়, তাহলে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

বস্তুত, মুকুল রায় বঙ্গ রাজনীতিতে এমন একজন ব্যক্তিত্ব, যিনি দল ভাঙাতে কার্যত ওস্তাদ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর তৃণমূলের অনেক জনপ্রতিনিধিদের গেরুয়া শিবিরের পতাকা দাঁড়াতে সক্ষম হয়েছিলেন মুকুল রায়। আর এবার সেই মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করার সাথে সাথেই উত্তরবঙ্গে বিজেপির দশা কার্যত প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে। গঙ্গাপ্রসাদ শর্মার মত বিজেপি নেতা যোগ দিয়েছেন তৃনমূলে।

আর এই পরিস্থিতিতে আসানসোল অর্থাৎ যাকে বাবুল সুপ্রিয়র শক্ত ঘাঁটি বলে ধরা হয়, সেখানেও বিজেপিতে ভাঙ্গন ধরতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, খুব দ্রুত তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন আসানসোল জেলা বিজেপির সম্পাদক মদনমোহন চৌবে। পাশাপাশি তার সাথে বিজেপির বেশকিছু কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, আসানসোলে যদি বিজেপি ছেড়ে এভাবে নেতাদের তৃণমূল কংগ্রেসে যোগদান হতে শুরু করে, তাহলে বিজেপি যে সমস্ত জায়গায় একটু কম শক্তিশালী, সেখানে ঝান্ডা ধরার লোক থাকবে না।মূলত, বিধানসভা নির্বাচনে বিজেপি 200 আসন দখল করার লক্ষ্য নিয়ে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত 77 টি আসন দখল করে কোনোরকমে বিরোধী দলের জায়গা পেয়েছে তারা। আর তারপর থেকেই নেতা-নেত্রীদের বেসুরো হওয়ার প্রবণতা বাড়তে শুরু করেছে। মুকুল রায়ের মতো অভিজ্ঞ নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপির শেষের শুরু হবে।

আর এবার আসানসোলের মত বিজেপির শক্ত ঘাঁটিতে বাবুল সুপ্রিয়র অস্বস্তি বাড়িয়ে হেভিওয়েট বিজেপি নেতার নেতৃত্বে ব্যাপক নেতা-কর্মী যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। যা ভারতীয় জনতা পার্টির কাছে এযাবৎকালের মধ্যে সবথেকে বড় অস্বস্তির কারণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!