এখন পড়ছেন
হোম > রাজ্য > মদ বিক্রির রেকর্ড রাজস্ব আদায়ের স্বস্তি রাজ্যের কোষাগারে – শুধু পূর্ব বর্ধমানেই 8 মাসে আদায় সাড়ে সাতশ কোটি!

মদ বিক্রির রেকর্ড রাজস্ব আদায়ের স্বস্তি রাজ্যের কোষাগারে – শুধু পূর্ব বর্ধমানেই 8 মাসে আদায় সাড়ে সাতশ কোটি!


এবার পূর্ব বর্ধমান জেলায় মদ থেকে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করায় প্রবল হাসি ফুটেছে জেলার আবগারি দফতরের কর্তাদের মুখে। প্রসঙ্গত উল্লেখ্য, শান্তিপুর বিষমদ কান্ডে ভয়াবহ মৃত্যুর পরেই এই পূর্ব বর্ধমান জেলার আবগারি দফতরের পক্ষ থেকে চোলাই বিরোধী অভিযানে নামা হয়। আর এতেই মদ বিক্রি থেকে সংখ্যক রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে বলে মত জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের।

তবে শুধু শান্তিপুরের বিষমদ কান্ডই নয়, গত 2016 সালে এই বর্ধমানের গলসির 1 ব্লকে বিষমদ খেয়ে ছয় জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে ছিল রাজ্য রাজনীতি। যার জেরে জেলা প্রশাসনের আবগারি দপ্তরের অনেক অফিসারদের ওপরই নেমে আসে প্রশাসনিক দুর্বলতার অভিযোগ। কিন্তু এবার আবগারি দফতরের অফিসারদের লাগাতার অভিযানে বেড়েছে লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মদ বিক্রির প্রবণতা। ফলে সরকারের কোষাগারে ঢুকছে এই মদ বিক্রির বাড়তি রাজস্ব।

জানা গেছে, চলতি বছরের গত এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত এই পূর্ব বর্ধমান জেলায় মদ থেকে রাজস্ব বাবদ আদায় হয়েছে মোট 753 কোটি টাকা। 2017 এপ্রিল মাসে যেখানে 35 কোটি টাকা আদায় হয়েছিল, সেখানে এবছর 69 কোটি টাকা আদায় হয়েছে। অন্যদিকে মে মাসে 67 কোটি টাকা, জুনে 78 কোটি টাকা, জুলাইয়ে 101 কোটি টাকা, আগস্টে 108 কোটি টাকা, সেপ্টেম্বরে 116 কোটি টাকা, অক্টোবরে 110 কোটি টাকা, এবং নভেম্বরে 100 কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অনেকেই বলছেন, চলতি বছরে এই পূর্ব বর্ধমান জেলায় মদ বিক্রি থেকে যে পরিমাণ রেকর্ড সংখ্যক রাজস্ব আদায় হয়েছে বিগত বছরগুলিতে তা ধারে কাছেও যেতে পারেনি। এদিন এই প্রসঙ্গে বর্ধমানের এক্সাইজ সুপার গৌতম পাখরিন বলেন, “আমাদের জেলায় এ বছর রাজস্ব বাবদ মোট 753 কোটি টাকা আদায় করা হয়েছে।” সব মিলিয়ে এবার মদ বিক্রির রেকর্ড রাজস্ব আদায়ে রাজ্যকে স্বস্তি দিল পূর্ব বর্ধমান জেলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!