এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমানে তোলাবাজি রুখে রাস্তার দ্বায়ীত্বে গ্রামবাসীরা

বর্ধমানে তোলাবাজি রুখে রাস্তার দ্বায়ীত্বে গ্রামবাসীরা


বনকাটির অঞ্চল সভাপতির কাজকর্ম মেনে নিতে পারছেন না সংশ্লিষ্ট এলাকার নীচু তলার কর্মীরা। অঞ্চল সভাপতির বিরুদ্ধে উঠছে বেআইনীভাবে অর্থ আদায়ের অভিযোগ। এই ঘটনায় স্বভাবতই দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। পরিস্থিতি এতোটাই হাতের বাইরে চলে গিয়েছি যে মনে করা হচ্ছে অবিলিম্বে অঞ্চল সভাপতিকে পরিবর্তন করা না হলে নিচু তলার সমস্ত কর্মীরা দলত্যাগ অবধি কর‍তে পারেন।

এই প্রসঙ্গে জেলা সভাপতির কাছে গ্রামবাসীরা সরাসরি অভিযোগ জানায়। উল্লেখ্য, বনকাটি পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম থেকে অযোধ্যা পর্যন্ত সাড়ে চার কিলোমিটার দীর্ঘ রাস্তার অবস্থা তথৈবচ। ঐ রাস্তা সংলগ্ন অঞ্চলেই বাগানপাড়া, মাঝপাড়া, নারকেলডাঙা, ফলুনি সহ ৬টি গ্রাম অবস্থিত। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয় এবং বিএড কলেজ। রাস্তার এই ভাঙ্গাচোড়া অবস্থার জন্যে অগণিত নিত্যযাত্রীদের নানা সমস্যার মুখোমুখী হতে হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

জানা যাচ্ছে চলতি অর্থবর্ষে রাস্তার সম্পূর্ণ সংস্কারের জন্যে প্রধানমন্ত্রী গাম সড়ক যোজনায় প্রায় দেড় কোটি টাকা মঞ্জুর হয়। এবং এই অগষ্ট মাসেই ওই রাস্তার ৪ কিমি পিচ ও বাকি ৪০০ মিটার ঢালাই করার পরিকল্পনা ছিলো। সেই মতো কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরু হতেই স্থানীয় কিছু যুবক কাজ বন্ধ করে দেয় এলাকার মানুষ অভিযোগ করেছে। সাথেই তাদের আরো অভিযোগ ওই স্থানীয় যুবক রাস্তা মেরামতির কাজ বন্ধ রেখে তোলা আদায় করছে।

এই ঘটনার কথা জানাজানি হতেই আইন নিজেদের হাতে তুলে নিয়ে তোলাবাজদের তাড়িয়ে দিলো গ্রামবাসীরা এবং আটকে থাকা রাস্তার কাজ পাহারা দেওয়া শুরু করল। এই ঘটনার তদন্ত করে কাঁকসা ব্লক প্রাশাসন আইন অনুয়ারী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় গ্রামবাসীদের।এই প্রসঙ্গে, কাঁকসা বিডিও অরবিন্দ বিশ্বাস ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “তোলাবাজির অভিযোগ শুনেছি। সরজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!