এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  বুড়িমা নয়, দিদিমার বোমায় জর্জরিত বাংলা ! এনআইএ নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

 বুড়িমা নয়, দিদিমার বোমায় জর্জরিত বাংলা ! এনআইএ নিয়ে বিস্ফোরক শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বুড়িমা চকলেট বোমার নাম সকলেই শুনেছে। কিন্তু বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হতে শুরু করেছে, তাতে সেই বুড়িমা চকলেট বোমের জায়গায় দিদিমার বোমা ফাটছে বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই “দিদিমা” বলতে তিনি যে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেই আক্রমণ ছুড়ে দিয়েছেন, তাতে নিশ্চিত সকলেই। পাশাপাশি এনআইও তদন্ত নিয়েও রাজ্য সরকারের ঢিলেমি মনোভাবকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই রাজ্যে লাগাতার ঘটে যাওয়া একের পর এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা বুড়িমা চকলেট বোমের নাম শুনেছিলাম কিন্তু এখন রাজ্যে দিদিমার বোম ফাটছে। দুবরাজপুর থেকে শুরু করে বজবজ, এগরায় প্রচুর মানুষ মারা গিয়েছে। আর মমতা ব্যানার্জি যাতে এনআইএ তদন্ত না হয়, তার চেষ্টা করছেন।”

বিশেষজ্ঞদের মতে, এগরায় ঘটে যাওয়া বিস্ফোরণের পরেই মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছিলেন, এনআইএ তদন্তে তার কোনো আপত্তি নেই। কিন্তু পরবর্তীতে পুলিশের এফআইআরের ধারা দেখে সন্দেহ হয় একাংশের। যেখানে বিস্ফোরক আইনের ধারা দেওয়া হয়নি। আর তারপর থেকেই সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, এই বিস্ফোরক আইনের ধারা না দিয়ে পুলিশ চেষ্টা করেছে, যাতে এনআইএ তদন্ত না হয়। কারণ এনআইএ তদন্ত হলে তৃণমূলের অনেকটাই চাপ বেড়ে যেতে পারে। আর সেই কারণেই দলীয় সভা থেকে রাজ্যে ক্রমাগত ঘটে চলা বিস্ফোরণ নিয়ে রীতিমতো মমতা ব্যানার্জির অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!