এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাস ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছে সরকার

বাস ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছে সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি লোকাল ট্রেন পরিষেবা, মেট্রো পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। তার উপরে রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়ায় সমস্যা আরো বেড়েছে নিত্যযাত্রীদের। সরকারি বাসের সংখ্যা কিছুটা বৃদ্ধি করেও সমস্যার তেমন সমাধান করা যায়নি। বেসরকারি বাস মালিক সংগঠনের দাবী, বাসের ভাড়া না বাড়ালে তাদের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে বেসরকারি বাস মালিকদের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

গতবছর আনলক পর্বের সময় থেকেই বাস ভাড়া বৃদ্ধির দাবি করেছে বেসরকারি বাস মালিক সংগঠন। এজন্য বারবার রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। এরপর সমস্যা সমাধানে কমিটি গঠন করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত বাসভাড়া বাড়ানো হয়নি। এই পরিস্থিতিতে একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধিতে বাস ভাড়া বৃদ্ধির দাবি আবার নতুন করে উঠতে শুরু করেছে বেসরকারি বাস মালিকদের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর গত শুক্রবার বেসরকারি বাসের বিষয় নিয়ে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর ভাইস চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক স্বর্ণ কমল সাহার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বাস মালিকদের সমস্যার কথা জানিয়েছেন তিনি। বিধায়ক জানিয়েছেন, সমস্ত ব্যবসায়ীই তাদের লাভের জন্য পরিশ্রম করে থাকেন। কিন্তু ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত ডিজেলের দাম প্রতি লিটারে ৩০ টাকা করে বেড়েছে। এ কারণে বাস ভাড়া বাড়ানো ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই।

আবার সারাবাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানালেন যে, গতবছর ডিজেলের দাম যখন ৬৫ টাকা প্রতি লিটার ছিল, সে সময় থেকেই বাসভাড়া বাড়ানোর দাবি করেছিলেন তাঁরা। আর এখন ডিজেলের দাম প্রায় ৯৩ টাকা প্রতি লিটারে চলে গেছে। এ অবস্থায় যদি ভাড়া না বাড়ানো হয়, তবে বাস চালানো অসম্ভব। আবার, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, আজকের বৈঠকে উপস্থিত থাকবার জন্য তাঁকে কিছু জানানো হয়নি। তবে বৈঠক ডাকা হলে, তিনি সেখানে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, বেসরকারি বাস রাস্তায় প্রায় অমিল হওয়ার কারণে, তীব্র সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে আজ ময়দানের কাছে বাস মালিকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে সমাধানসূত্র বেরিয়ে আসে কিনা? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!