এখন পড়ছেন
হোম > রাজ্য > বাস চালানোর অনুমতি পাওয়ার পরেও বেসুরো মালিক সংগঠন, ব্যাপক চাপে সরকার!

বাস চালানোর অনুমতি পাওয়ার পরেও বেসুরো মালিক সংগঠন, ব্যাপক চাপে সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের মোকাবিলার জন্য দীর্ঘদিন ধরেই রাজ্যে লাগু হয়েছে বিধি-নিষেধ। যে বিধিনিষেধের আওতায় ছিল পরিবহন ব্যবস্থা। দীর্ঘদিন ধরে রাজ্যে পরিবহণ ব্যবস্থা সচল না হওয়ার কারণে ব্যাপক সমস্যার মুখে পড়েছিল বাস মালিক এবং সংগঠনগুলো। তবে সম্প্রতি এই ব্যাপারে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সাধারন মানুষ এবং বাস মালিক সংগঠনের কথা ভেবে পরিবহন ব্যবস্থা সচল করে দেওয়ার কথা জানিয়ে দেন তিনি।

জানা গিয়েছে, আগামী জুলাই মাস থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে সরকারি এবং বেসরকারি বাস চলতে শুরু করবে। অর্থাৎ এতদিন করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যাতে সচল করা হয়, তার জন্য সরকারের কাছে আবেদন করতে শুরু করেছিলেন বাস মালিক এবং সংগঠনগুলো। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে মুখ্যমন্ত্রী সেই বাস পরিষেবা সচল করার ঘোষণা করতেই অন্য ভূমিকায় দেখা যাচ্ছে বাস মালিক এবং সংগঠনগুলোকে। বর্তমানে বাস ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়ে সরকারের দ্বারস্থ হচ্ছে তারা। অর্থাৎ এতদিন বাস পরিষেবা সচল না হওয়ার কারণে ধুঁকতে শুরু করেছে বাস মালিক সংগঠনগুলো। তাই এখন পরিবহন ব্যবস্থা সচল করার কথা বললেও, যাতে ভাড়া বৃদ্ধি করা যায়, তার জন্য সরকারের কাছে আবেদন করতে শুরু করেছে বাস মালিকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দীর্ঘদিন বাস না চলার কারণে ব্যাপক আর্থিক বোঝা চেপেছে। বর্তমানে বাস চলাচলের জন্য প্রায় 80 হাজার টাকা ইনসিওরেন্স দিতে হচ্ছে। তার মধ্যে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি। তাই এর মধ্যে সরকার বাস চালানোর ব্যাপারে সবুজসংকেত দিলেও, কিভাবে তারা সেই সমস্ত আর্থিক ক্ষতি কি সামলে নিয়ে সেই বাস চালাবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

পর্যবেক্ষকদের মতে, করোনা ভাইরাসের সময় থেকেই পরিবহন করোনা ভাইরাসের সময় থেকেই পরিবহন ব্যবস্থা বন্ধ। আর সেই সময় থেকেই কিভাবে সংসার চলবে, তা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বাস মালিক এবং সংগঠনগুলোর মধ্যে। আর বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বাস ভাড়া বৃদ্ধির আবেদন জানাতে শুরু করেছিল সেই বাস মালিক সংগঠনগুলো। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে বর্তমানে বাস চালু করার ব্যাপারে সরকার সবুজ সঙ্কেত দেওয়ার সাথে সাথেই এতদিন ধরে বাস মালিকরা পরিবহন ব্যবস্থা সচল করার ব্যাপারে আবেদন করলেও, এখন তারা সুর বদলাতে শুরু করেছেন।

অর্থাৎ ব্যাপক আর্থিক সংকটে মাঝে সরকারের কাছে এখন ভাড়া বৃদ্ধি করার বিষয়টিই সব থেকে বেশি তুলে ধরতে শুরু করেছে তারা। তবে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং যদি সরকার এই ব্যাপারে কোনো নমনীয় মনোভাব পোষণ না করে, তাহলে বাস মালিকগুলো বাস নিয়ে রাস্তায় নামেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!