এখন পড়ছেন
হোম > অন্যান্য > নজিরবিহীন সিদ্ধান্ত! এবার বাড়িতে বসেই রিচার্জ করুন বাস-ফেরির স্মার্টকার্ড! মিলবে বোনাসও!

নজিরবিহীন সিদ্ধান্ত! এবার বাড়িতে বসেই রিচার্জ করুন বাস-ফেরির স্মার্টকার্ড! মিলবে বোনাসও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- লকডাউনের পরে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চালু হয়েছে অনেক কর্মসংস্থান। তবে সেই হিসাবে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায়, প্রথম প্রথম মানুষকে পড়তে হচ্ছিল অনেক সমস্যায়। সেই সময় অনেককেই দেখা গিয়েছিল সাইকেল বা নিজস্ব গাড়ি করে, না হয় গাড়ি ভাড়া করে কর্মসংস্থানের উদ্দেশ্যে রওনা দিতে। তবে সম্প্রতি এই মাসেই চালু হয়েছে কলকাতা মেট্রো। এছাড়া সরকারি বাস, ট্রাম, ফেরি চালু হয়েছে আনলক প্রক্রিয়ার শুরুতেই।

তবে এই পরিবহন শুরু করার জন্য সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে বা টিকিট কাটা বা টিকিট কেটে অতিরিক্ত টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখাটা যে কতটা কার্যকরী হবে, সেই নিয়ে প্রশ্ন ছিল অনেক জায়গায়। তবে এই সমস্যার সমাধানের জন্য স্মার্ট কার্ড চালু করেছিল রাজ্য পরিবহণ নিগম। তবে এক্ষেত্রে একটি নতুন নজিরবিহীন সিদ্ধান্ত নিতে দেখা গেল তাদেরকে। তাদের কথায়, এতদিন এই স্মার্ট কার্ড রিচার্জ করতে রাজ্য পরিবহণ নিগমের ৩০টি পয়েন্ট অফ সেলস কাউন্টারে যেতে হতো যাত্রীদের। কলকাতায় এ ধরনের ১৪টি কাউন্টার আছে বলে জানা যায়। কিন্তু মহামারী কারণে দূরত্ব বজায় রাখতে কেউই এই কাউন্টারে গিয়ে টিকিট কাটতে চাইছেন না। বেশিরভাগ মানুষের কাছেই তাই এই স্মার্ট কার্ড করা সত্ত্বেও যাত্রি টানতে অক্ষম হচ্ছে পরিষেবা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমন পরিস্থিতিতে রাজ্য পরিবহণ নিয়ে এলো অনলাইন স্মার্ট কার্ডের রিচার্জের সুবিধা। এর মাধ্যমে আপনি বাড়িতে বসেই সরকারি বাস, ট্রাম, ফেরির স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন বলে জানা গেছে। সম্প্রতি এই পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহণ নিগম। তাদের কথায় মহামারী আবহে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নিত্য যাত্রীদের স্মার্ট কার্ড রিচার্জ করার ঝামেলা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে এই পোর্টাল থেকে রিচার্জ করলেই মিলবে ১০ শতাংশ বোনাসও। অর্থাৎ ১০০ টাকার রিচার্জ করলে মিলবে ১১০ টাকা। তবে কেউ চাইলে আগের মতোই পয়েন্ট অফ সেল কাউন্টার থেকেও রিচার্জ করতে পারবেন বলেও জানা গেছে।

তবে এক্ষেত্রে কি করতে হবে তা জেনে নেওয়া প্রয়োজন। জানা গেছে, এর জন্য একটি অনলাইন পোর্টাল www.onlinerecharge.wbtc.co.in চালু করেছে পরিবহণ নিগম। এই পোর্টালে গিয়ে স্মার্টকার্ড ব্যবহারকারীদের মোবাইল নম্বর বা কার্ড নম্বরটি দিতে হবে। এরপর কোনো ব্যক্তি কত টাকার রিচার্জ করতে চান, সেই অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। এক্ষেত্রে অপশন সিলেক্ট করলে পেমেন্ট অপশন আসবে। সেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!