এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে সরকারি-বেসরকারি বাস নিয়ে বড়সড় ঘোষণা মমতার! জানুন বিস্তারিত

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে সরকারি-বেসরকারি বাস নিয়ে বড়সড় ঘোষণা মমতার! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল বাস পরিষেবা। তবে সাম্প্রতিক কালে সেই বাস পরিষেবা চালু হলেও, বেসরকারি বাস মালিক সংগঠনের তরফে ভাড়া বৃদ্ধির ব্যাপারে দাবি জানানো হচ্ছিল সরকারের কাছে। কিন্তু একদিকে যখন সংকট চলছে, তখন কিভাবে এই বাস ভাড়া বাড়ানো সম্ভব হবে, তা নিয়ে নানা মহলে সংশয় তৈরি হয়েছে।

আর এই পরিস্থিতিতে এবার রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাস সংগঠনের জন্য বড়সড় সুখবরের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত বাস এবং মিনিবাসের কর মুকুব করার কথা ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় এখন বেসরকারি বাস মালিক সংগঠনগুলির মধ্যে যে ব্যাপক খুশির হাওয়া ছড়িয়ে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বাস এবং মিনিবাসের কর মুকুব করা হল। মোটরভিকেল অ্যাডিশনাল করও মুকুব করা হল।” পাশাপাশি পারমিট ফি মুকুবেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমণ আটকানোর জন্য মার্চের শেষ দিক থেকেই লকডাউন শুরু হয়। আর সেই সময় সম্পূর্ণরূপে বন্ধ ছিল বাস পরিষেবা। পরবর্তীতে সেই বাস পরিষেবা ধীরে ধীরে চালু হলেও তাতে যাত্রীসংখ্যা বেঁধে দেয় রাজ্য সরকার।

কিন্তু এতে লাভের লাভ না হওয়ায় বাস ভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছিল বেসরকারি বাস মালিক সংগঠন। পরিস্থিতি সামলাতে সরকারের পক্ষ থেকে 15 হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হলেও তাতে কোনো লাভ হয়নি। যাত্রী পরিসেবার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে দেখা যাচ্ছিল সাধারণ মানুষকে। পরিস্থিতি সামাল দিতে যদি এইভাবে রাস্তায় বাস না নামে, তাহলে সেই বাস রাজ্য সরকার অধিগ্রহণ করবে বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবার সেই বেসরকারি বাসের ক্ষেত্রে করে মুকুব করে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিল, তা অনেকটাই লাভের মুখ দেখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন এই ব্যাপারে বেসরকারি বাস এবং মিনি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে কি বলা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!