বুথ দখল করেই কি পূর্বে জেতানো হতো দলকে? দাপুটে তৃণমূল নেতার বক্তব্যে বাড়লো দলের অস্বস্তি তৃণমূল মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য January 27, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসক দল তৃণমূলের প্রতি বিরোধীরা একাধিকবার বুথ দখল, ছাপ্পা ভোটের মতো গুরুতর অভিযোগ তুলেছেন। তবে, তৃণমূলের পক্ষ থেকে বারবার এই অভিযোগগুলি অস্বীকার করা হয়েছে। কিন্তু সম্প্রতি দলের এই অভিযোগকে স্বীকার করে নিলেন দাপুটে তৃণমূল নেতা। বেফাঁস মন্তব্য করে দলকে তীব্র অস্বতিতে ফেলে দিলেন তৃণমূল নেতা সাবের আলি। প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কালে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখার উদ্দেশ্যে বাড়ানো হবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। নির্বাচন বুথেও জারি করা হবে একাধিক বিধি নিষেধ। এই প্রসঙ্গেই সম্প্রতি বক্তব্য রাখলেন সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সাঁইথিয়ায় তৃণমূলের এক কর্মীসভায় সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলি বললেন, ” দল যেভাবে কাজ করছে তা খুব উত্সাহের। কিন্তু নির্বাচন কমিশন এবার যেভাবে আসছে, কড়াকড়ি করছে তাতে আমরা আগে যেভাবে বুথে ঢুকেছিলাম, যদিও গোপনীয় এটা, এবার তা পারব না। যেভাবে ভোটটা আগে করেছিলাম তা আর করা যাবে না। প্রত্যেকটা মানুষকে আমরা বুথে ঢুকিয়ে দিতাম বা নিজেরা বেপরোয়াভাবে বুথে ঢুকে যেতাম তা আর করা যাবে না। ” সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলির এই বক্তব্যের ভিডিও অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাঁর এই বক্তব্যর ভিডিও সামনে আসতেই প্রবল অস্বস্তিতে পড়ে শাসকদল তৃণমূল। বিরোধী পক্ষ থেকে প্রশ্ন ওঠে যে, নির্বাচন কমিশন কড়াকড়ি করবে জেনেই কি চাপ বাড়ছে তৃণমূলের? বিরোধীদের প্রশ্ন, তবে কি পূর্বের নির্বাচনগুলিতে জালিয়াতি করেই তৃণমূল জয়লাভ করেছে? দাপুটে নেতার এই বেফাঁস মন্তব্য অত্যন্ত অস্বস্তিতে ফেলে দিয়েছে দলকে। ইতিপূর্বে বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে বারবার ভোট লুট, বুথ দখলের অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগগুলি প্রকারান্তরে স্বীকার করেই নিয়েছেন তৃণমূলের এই নেতা তাঁর বক্তব্যের মাধ্যমে। আপনার মতামত জানান -